Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পলাশ কান্তি বালার যোগদান

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : পলাশ কান্তি বালা (উপসচিব) খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন। গতকাল রবিবার নগরভবনে ভারপ্রাপ্ত মেয়র মো: আনিছুর রহমান বিশ্বাসের সাথে সাক্ষাৎপূর্বক তিনি যোগদান করেন। এর আগে তিনি কৃষি বিপনন অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি ১৯৯৩ সালে বরিশাল সদরে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বরগুনার তিনটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত সিনিয়র এ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে বাগেরহাটে, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ্যাসিস্ট্যান্ট টু কমিশনার ও পিএসটু কমিশনার পদে এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে এবং ২০০৮ সালে যশোর সেটেলমেন্ট অফিসে চার্জ অফিসার পদে দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পলাশ কান্তি বালার যোগদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ