Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল এবং রাশিয়া ভাই ভাই: বলসোনারো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৬ পিএম

ব্রাজিলের কট্টর-ডানপন্থী পো্রসিডেন্ট জাইর বলসোনারো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপহাস করেছেন। রোববার একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে, জেলেনস্কির জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে সপে দিয়েছিল।

বলসোনারো রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করেছেন এবং রোববার বলেছেন যে, ব্রাজিল এই সংঘাতে "নিরপেক্ষ" থাকবে। তিনি আরো বলেছেন, ব্রাজিল এবং রাশিয়া "কার্যত ভাই ভাই"।

"আমরা পক্ষ নেব না, আমরা নিরপেক্ষ থাকব এবং যা কিছু দিয়ে সম্ভব সাহায্য করব," বলসোনারো বলেন। "ইউক্রেনের জনগণের একটি বড় অংশ রুশ ভাষায় কথা বলে।"

তিনি দাবি করেছেন যে রবিবার তিনি পুতিনের সাথে দুই ঘন্টা আলোচনা করেছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পরে স্পষ্ট করেছে যে, তিনি এই মাসের শুরুতে মস্কো সফরের কথা উল্লেখ করতে একথা বলেছেন। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ