Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড পরিমাণ বায়ুবিদ্যুৎ উৎপাদন করেছে ইউরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বিদ্যুৎ উপাদনে কার্বনসহ পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান বর্জন করার বিষয়ে জোর দেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ঝুঁকছে বায়ুবিদ্যুতের দিকে। এরই ধারাবাহিকতায় বিদায়ী বছর ১৭ দশমিক ৪ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ সক্ষমতা ছিল ইউরোপে, যা রেকর্ড সর্বোচ্চ। খবর সিএনবিসি। সম্প্রতি শিল্প সংস্থা উইন্ডইউরোপ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের তুলনায় ইউরোপে বায়ুবিদ্যুৎ সক্ষমতা ১৮ শতাংশ বেড়েছে। তবে সক্ষমতা বাড়লেও তা জ্বালানি ও জলবায়ু লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১১ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদন করেছে। উইন্ডইউরোপ বলছে, গত বছর ইইউতে বায়ুবিদ্যুতের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম ছিল। উইন্ডইউরোপের সিইও গিলস ডিকসন বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি তৈরির লক্ষ্য স্থির করেছে ইইউ। এ লক্ষ্য পূরণ করতে প্রতি বছর ৩০ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ তৈরি করতে হবে জোটটির। তবে আগামী পাঁচ বছরে ইইউ জোট বছরে মাত্র ১৮ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৫৫ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের আশা ইইউর। ওই সময়ের মধ্যে মিশ্র জ্বালানিতে নবায়নযোগ্য জ্বালানির উৎস ৩২ শতাংশের প্রস্তাব করেছে জোটটি। এর আগে চলতি মাসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে এক চিঠি দেয় উইন্ডইউরোপ। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ড পরিমাণ বায়ুবিদ্যুৎ উৎপাদন করেছে ইউরোপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ