Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমাদের ফের কবে দেখা হবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৩ এএম

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেকেই নিজেদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরই রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ।বাড়ছে লাশের মিছিল।রাশিয়া দিনের শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে। ইউক্রেনের ভূখণ্ডজুড়ে প্রায় সর্বত্র যুদ্ধ চলছে। ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের একটি সামরিক বিমান ১৪ জন যাত্রী নিয়ে রাজধানীর দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। এমন অবস্থায় রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছেন ইউক্রেনের বাসিন্দারা।

ধ্বংস, আহত ও নিহতের ছবি যখন দেখছেন বিশ্ববাসী তখন ভিন্ন একছবি নাড়া দিয়েছে সবার মনে। ইউক্রেনের এক জুটির বিদায়-মুহূর্তের আবেগঘন একছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে দু’জনে দু’জনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছেন। একজন অপরজনকে ছেড়ে চলে যাচ্ছেন। ভাগ্যে থাকলে হয়তো দেখা হতেও পারে আবার নাও হতে পারে। বিদায় মুহূর্তে সে চিন্তাই যেন ভর করেছিল তাদের মনে।তারা হয়তো বুঝাতে চেয়েছেন যুদ্ধ নয় ভালবাসাই করতে পারে সকল সমস্যার সমাধান।তাদের বিদায় বেলায় আবেগঘন সে ছবিই এখন ভেসে বেড়াচ্ছে ফেসবুকে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা সেই ছবির আবেগঘন একটি ক্যাপশন বিশ্ববাসীর হৃদয়কে করেছে আবেগাপ্লুত।

‘আমাদের ফের কবে দেখা হবে?

যুদ্ধ শেষের বছর খানেক পর...

যুদ্ধ কবে শেষ হবে?

যবে ফের আমাদের দেখা হবে...

যুদ্ধ ও সংঘাতের ছবি যখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দখলে তখন ইউক্রেনের এই জুটির ছবিটি মানবতার এক অনন্য নিদর্শন।

তাই দ্রুত ছবিটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ