Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইউক্রেইনে আটকা পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের বাঁচার আকুতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৯ এএম

ইউরোপে যুদ্ধ ফিরিয়ে আনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। রাশিয়ার আক্রমণের পর ইউক্রেইনের বিভিন্ন শহরে থমথমে অবস্থা। ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে দেশটির প্রিমিয়ার লিগ। সেখানে আটকা পড়েছেন ক্লাবগুলোতে খেলা বিদেশি ফুটবলাররা।

ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি গ্রুপ তাদের উদ্ধার করার জন্য নিজ দেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইউক্রেইন জাতীয় দলের ফুটবলার জুনিয়র মোরায়েস বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে জানান, রাজধানী কিয়েভের একটি হোটেলে বন্দী হয়ে আছেন তারা।

তিনি বলেন,‘এখানকার পরিস্থিতি গুরুতর। আমাদের সকল বন্ধুবান্ধব, পরিবার কিয়েভে বন্দী হয়ে আছি এবং এখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছি। আমরা একটি হোটেলে আছি। আমাদের জন্য প্রার্থনা করুন।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি হোটেলে রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, ডজন খানেক খেলোয়াড় সেখানে জড়ো হয়েছেন তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে। এক নারী বলছেন,‘ আমরা আটকে পড়েছি। আমরা জানি না এখন কী করব। জানি না কীভাবে এই পরিস্থিতির সমাধান করা যায়’

অবশ্য ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেইনে থাকা প্রায় ৫০০ ব্রাজিলিয়ান নাগরিককে রক্ষায় কিয়েভে তাদের দূতাবাস ‘উন্মুক্ত আছে, কাজ করছে।’

চলমান এই সঙ্কটের ফলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের ফাইনাল সরে যাওয়া প্রায় নিশ্চিত। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে উয়েফা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যথাসময়ে বাছাইয়ের ম্যাচ নিয়ে আপডেট জানাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেইন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ