Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম্পায়ারের প্রতি তেড়েফুঁড়ে গিয়ে বহিষ্কার হলেন জভেরেভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

মেক্সিকান ওপেনের ডাবলসে গত মঙ্গলবার ব্রাজিলের মার্সেলো মেলোর সঙ্গে জুটি বেঁধে ব্রিটেনের লয়েড গ্লাসপুল ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটির মুখোমুখি হয়েছিলেন আলেক্সান্দার জভেরেভ। ৬-২, ৪-৬, ১০-৬ গেমে হেরে যাওয়া ম্যাচে টাইব্রেকের সময় চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জভেরেভ। মেজাজ হারিয়ে আম্পায়ারের চেয়ারে র‌্যাকেট দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন জার্মান তারকা। মৌখিকভাবে তাঁকে বাজে কথাও বলেন এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এমন ঘটনার পর জভেরেভকে মেক্সিকান ওপেন থেকে বহিষ্কার করা হয়েছে। ছেলেদের টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি গতপরশু বিবৃতিতে জানায়, ‘মঙ্গলবার ডাবলস ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে আলেক্সান্দার জভেরেভকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করা হলো।’

চেয়ার আম্পায়ার আলেহান্দ্রো গেরমানি ম্যাচ চলাকালে লাইনে বল পড়া নিয়ে একটি সিদ্ধান্ত দেন, যা পছন্দ হয়নি জভেরেভের। এরপরই মেজাজ হারান অলিম্পিক চ্যাম্পিয়ন। জভেরেভ অবশ্য বাজে আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে, ‘ডাবলস ম্যাচে নিজের আচরণের জন্য আমি কতটা অনুশোচনায় দগ্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ব্যক্তিগতভাবে চেয়ার আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছি। কারণ, তার প্রতি আমি যে আচরণ করেছি, তা ভুল এবং অগ্রহণযোগ্য।’
জভেরেভ ভুল থেকে শিক্ষা নেবেন, এমন আশাই করেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। ২০২০ ইউএস ওপেনে জোকোভিচ নিজেও লাইনের বিচারককে বল দিয়ে আঘাত করায় সেই টুর্নামেন্টে আর খেলতে পারেননি। সংবাদমাধ্যমকে জোকোভিচ বলেন, ‘তার (জভেরেভ) বিবৃতিতেই সব পরিষ্কার। সে বুঝতে পেরেছে ভুল করেছে। আমি নিজেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। তবে তার আচরণের পক্ষে সাফাই গাইছি না। বিবৃতিতে সব পরিষ্কার করে সে বিষয়টি সঠিকভাবেই সামলেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আম্পায়ারের প্রতি তেড়েফুঁড়ে গিয়ে বহিষ্কার হলেন জভেরেভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ