মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রোববার চারদিনের জন্য আফ্রিকা সফরে যান। এই সফরে কঙ্গো, সেনেগাল ও গিনি-বিসাউয়ের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল তার। তবে আফ্রিকা সফরের মাঝপথেই ফিরে আসছেন এরদোগান। ইউক্রেন ইস্যু নিয়ে ন্যাটোর ডাকা জরুরী বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার এরদোগানের গিনি-বিসাউ যাওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্টর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, গিনি-বিসাউয়ে যাওয়ার বদলে মঙ্গলবারই তুরস্কে ফিরে আসবেন এরদোগান। রাশিয়া সোমবার ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর এ বিষয় নিয়ে জরুরী বৈঠকে বসার ঘোষণা দেয় ন্যাটো। বুধবার অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে রাশিয়া লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ইতোমধ্যে রাশিয়ার পাঁচটি ব্যাঙ্ক ও তিনজন ব্যাক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। জার্মানি নর্ড স্ট্রিম বন্ধের ঘোষণা দিয়েছে। ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।