Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

৮০ কিমি. ভেসে গিয়েও বেঁচে গেছে ষাঁড়টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

আকস্মিক বন্যায় তীব্র স্রোতে ভেসে যায় ষাঁড়টি। এক সপ্তাহ পর প্রায় ৮০ কিলোমিটার দূরে অক্ষত অবস্থায় পাওয়া যায় সেটি। সেটি ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকের কাছে। বিস্ময় জাগানো এই ঘটনা ঘটেছে নিউ জিল্যান্ডের পশ্চিম উপকূলে। পশু খামারি টনি পিকক জানান, ১৮ মাস বয়সী ষাঁড়টি অন্য ৩৭টি গরুর সঙ্গে গত ১০ ফেব্রুয়ারি মারুইয়া নদীর তীরে ঘাস খাচ্ছিল। ওই সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তিনি বলেন, ‘আমার খামারে দেখা সবচেয়ে বেশি বৃষ্টিপাত ছিল সেটা। ৬০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু পরদিন সকাল পর্যন্ত আমি প্রায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত দেখি।’ এতো বৃষ্টি দেখার সময় পিককের ছিল না। পানি বাড়তে থাকায় কিছু পশু রক্ষা করতে পারলেও ওই ষাঁড়টিসহ তার মোট তিনটি গরু স্রোতে ভেসে যায়। এক সপ্তাহ পর পিকক কৃষি কোম্পানি অস্প্রি থেকে ফোন পান। তিনি বলেন, তারা আমাকে জানায় ওয়েস্টপোর্টের এক কৃষক আমার একটি ষাঁড় পেয়েছে আর আমাকে তার (কানে লাগানো) নম্বর দেয়।’ তিনি বলেন, ‘আমি তাকে ফোন করি। আর তিনি আমাকে জানান সকালে তিনি যখন নিজের গরু চরাচ্ছিলেন তখন একটি ঝোপের মধ্যে ষাঁড়টির ডাক শুনতে পান। এগিয়ে গেলে সেটি মাথা বের করে দেয়।’ ওই কৃষক পিকককে জানায় মনে হচ্ছিল ষাঁড়টির বিশ্রাম দরকার। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮০ কিমি. ভেসে গিয়েও বেঁচে গেছে ষাঁড়টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ