Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও বাছির আছে দুদকে: মিজান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১:৫৬ পিএম

ঘুষ গ্রহণের মামলায় সাজাপ্রাপ্ত পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমান বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনে (দুদক) বাছিরের মত একজন না, আরো বাছির আছে। তাদের খুঁজে বের করুন।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত মিজাকে তিন বছর এবং দুদকের পরিচালক এনামুল বাছিরকে পৃথক দুই ধারায় ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০ লাখ টাকা অর্থদণ্ড করেন।

মিজান বলেন, ‘বাছির তাকে ঘুষ দিতে বাধ্য করেছেন। দুদকে শুধু একজন বাছির না আরও বাছির আছে।’

দুদকের করা অবৈধ সম্পদের মামলার বিষয়ে তিনি বলেন, ‘ওইটা কোনো মামলায় না। ভুয়া মামলা।’

এর আগে মামলার রায় উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মিজান ও বছিরকে। তারা আদালতের কাঠগড়ায় বসে বিচারকের রায় পড়া শোনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিজান

২৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ