Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার স্বামী দেশের পরিবর্তন চান : মেলানিয়া

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নির্বাচনী প্রচারণার বক্তব্যে নিজেকে পুরো সময়ের জন্য একজন মা হিসেবে উল্লেখ করেন মেলানিয়া। মূলত নারী ভোটারদের মন জয়ের জন্য প্রচারণায় অংশ নিয়ে মেলানিয়া বলেন, আমি ১০ বছর বয়সী এক বালকের মা এবং আমার ছেলের বাবা দেশের সত্যিকার পরিবর্তন চান। গত বৃহস্পতিবার পেনসিলভানিয়ায় প্রথম কোনো নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মেলানিয়া। বক্তব্যে সাবেক এই মডেল ‘ন্যায্য আমেরিকা’ গড়ার জন্য ট্রাম্পকে ভোট দেয়ার আহ্বান জানান। নারী ভোটারদের আশ্বস্ত করে মেলানিয়া বলেন, ‘তিনি (ট্রাম্প) একজন দারুণ মার্কিন প্রেসিডেন্ট হবেন। গোলাপী পোশাকে আবৃত মেলানিয়া ট্রাম্প নিজেকে একজন অভিবাসী ও দেশপ্রেমিক আমেরিকান দাবি করে বলেন, আমি একজন অভিবাসী এবং আমি বলতে পারি আমেরিকার দেয়া স্বাধীনতা ও সুযোগের প্রতি শ্রদ্ধা আমার চেয়ে কারও বেশি নেই। ট্রাম্পকে একজন আদর্শ প্রার্থী হিসেবে তুলে ধরে তিনি বলেন, যখন কোনো কারখানা বন্ধ হয়ে যায় তখন সে (ট্রাম্প) বিচলিত হয়ে পড়ে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমার স্বামী দেশের পরিবর্তন চান : মেলানিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ