Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্কো নয়, ইমেইল ফাঁসের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র

সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রেইগ মুরের দাবি

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিলারি সংক্রান্ত ইমেইল ফাঁসে শুরু থেকেই রুশ সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ডেমোক্র্যাট শিবির। হিলারির প্রচারণা শিবিরের চেয়ারম্যান পডেস্টা ও ডিএনসি-এর ওইসব ইমেইল উইকিলিকসে ফাঁস হওয়ার পর থেকেই ডেমোক্র্যাট শিবির বলছে, রুশ হ্যাকাররাই তথ্যগুলো চুরি করেছে। তবে এবার উজবেকিস্তানে নিয়োজিত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রেইগ মুরে দাবি করেছেন, এ ইমেইল ফাঁসের উৎস রুশ হ্যাকাররা নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই এগুলো ফাঁস হয়েছে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন মুরে। তিনি বলেন, এ ইমেইলগুলোর ফাঁসের উৎস-এর সঙ্গে রাশিয়ার একেবারেই সম্পৃক্ততা নেই। ওয়াশিংটনে স্যাম অ্যাডাম’স হুইসেলব্লোয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে আমি জানতে পারলাম এর উৎস কী। ওয়াশিংটন ডিসির অভ্যন্তরই এ ফাঁসের উৎস। আপনাদের ওয়াশিংটনের দিকেই তাকানো উচিত, মস্কোর দিকে নয়। উইকিলিকস কখনও মস্কোর আদেশ অনুযায়ী তথ্য প্রকাশ করেছে কি করেনি সে প্রশ্নের জবাবে মুরে বলেন, উইকিলিকস কখনও রাশিয়ার সরকার কিংবা রাশিয়ার সরকারের কোনও প্রতিনিধির কাছ থেকে পাওয়া কোনও উপকরণ প্রকাশ করেনি। ফাঁস হওয়া নথির বিসযবস্তু থেকে সবার দৃষ্টি ফেরানোর জন্য সম্পূর্ণ ভুয়া একটি দাবি এটি। পশ্চিমা বিশ্বে তথ্য ফাঁসকারীদের গুরুত্বের ব্যাপারে জোর দিয়ে মুরে বলেন, আমি মনে করি তথ্য ফাঁসকারীরা পশ্চিমা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ চমস্কি-হারম্যানের দেওয়া প্রচারণা মডেল শক্তিশালী হয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে জনগণ মিডিয়াবাহিত তথ্যের বাইরে সত্যিকারের তথ্য অনুসন্ধানে ব্যর্থ হয়। স্পুটনিক, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মস্কো নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ