মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু চুক্তি বাস্তবায়িত হয়েছে। গত শুক্রবার ঐতিহাসিক এই চুক্তি আন্তর্জাতিক আইনে পরিণত হয়। এর আগে ৫ অক্টোবর ১৯৫টি রাষ্ট্র এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি সম্পাদনের এক মাস পর একে আইন হিসেবে ঘোষণা দেয়া হলো। এই আইনের ফলে চুক্তিতে উল্লেখিত সময়সীমা অর্থাৎ ২০২১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য নীতিমালা নির্ধারণ করা সম্ভব হবে। এ বিষয়ে আলোচনার জন্য আগামী ৭ নভেম্বর মরক্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ২২ সম্মেলন। উল্লেখ্য, প্রাণ-প্রকৃতি-পরিবেশের বিপন্নতার প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের একটি সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। গত এপ্রিলে ১৭৫টি দেশ ওই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। চুক্তির লক্ষ্যমাত্রায় আরো রয়েছেÑ গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।