Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রমণ শঙ্কায় ফের মার্কিন হুঁশিয়ারি

পূর্ব ইউক্রেনের স্ব-শাসিত অঞ্চলে ব্যাপক গোলাগুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

রাশিয়া যেকোনো সময় ইউক্রেন দখল করে নেবে বলে শঙ্কা প্রকাশ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বেলারুশে রাশিয়ার সৈন্য মোতায়েন এবং মহড়া অব্যাহত রাখা তাকে উদ্বিগ্ন করে তুলেছে বলেও জানিয়েছেন তিনি। অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পাশে বেলারুশে ৩০ হাজার সৈন্য মোতায়েন রাখার ব্যাপারে মস্কোর সিদ্ধান্ত এমন সংকেত দেয়। ইউক্রেন দখল করে নেওয়ার বিষয়ে রাশিয়ান সেনা কমান্ডারদের আদেশ দেওয়া হয়েছে বলে অজ্ঞাতনামা এক মার্কিন গোয়েন্দার পক্ষ থেকে তথ্য পাওয়ার পর এমন বক্তব্য দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে ইউক্রেন বলছে, আসন্ন হামলা সম্পর্কে এমন বক্তব্য ‘অসমীচীন’। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ বলেছেন, কাল অথবা পরশুর মধ্যেই হামলা হবে এমন কোনো লক্ষণ নেই। কারণ, রাশিয়া এখনও সীমান্তে কোনো ‘স্ট্রাইক গ্রুপস’ বা হামলা দল তৈরি করেনি। ইউক্রেন দখল করে নেওয়ার চেষ্টা সম্পর্কিত এসব দাবি অস্বীকার করে আসছে প্রতিবেশী দেশ রাশিয়া। অভিযানের আশঙ্কার মধ্যেই বেলারুশ বলেছে রুশ সৈন্যদের সঙ্গে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, সেটির মেয়াদ বাড়ানোর কারণ ইউক্রেনে পরিস্থিতির অবনতি হচ্ছে। ইউক্রেনের পশ্চিমে ডনবাস অঞ্চলে দেশটির সরকারি বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনেও লড়াই অব্যাহত ছিল। সংবাদ সংস্থা সিএনএনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে, বিষয়টি চরম গুরুতর। আমরা যেকোনো সময় হামলার দ্বারপ্রান্তে রয়েছি। ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান সরে না যাওয়া পর্যন্ত আমরা প্রতিটা মিনিট ব্যবহার করে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে দেখব অগ্রসর হওয়া থেকে প্রেসিডেন্ট পুতিনকে ক্ষান্ত করা যায় কি না।’ কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে বলছে, আক্রমণের আদেশ পাওয়ার পর রুশ কমান্ডারেরা কীভাবে হামলা চালাবে, তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে হামলা শুরু হবে সাইবার আক্রমণ দিয়ে। অপর দিকে, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের স্ব-শাসিত দুটি অঞ্চলে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। সেখানকার সশস্ত্র বিদ্রোহী নেতাদের দাবি, তাদের অবস্থানে রবিবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সরকারি বাহিনী। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি তাদের খবরে জানিয়েছে, ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং প্রতিবেশী লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। এ বিষয়ে ডিপিআর-এর মুখপাত্র এডুয়ার্ড বাসুরিন রুশ মিডিয়াকে বলেন, এই মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। যে হামলা চালানো হয়েছে তার প্রায় সাতশ অস্ত্র শনাক্ত করেছি। এলপিআরের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। তবে মস্কো সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীদের নতুন করে দাবির বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। যদিও ডনবাসের বিদ্রোহীরাই উত্তেজনা সৃষ্টি করছে বলে বারবার অভিযোগ করে আসছে ইউক্রেন। ইতোমধ্যে রুশ বিদ্রোহীদের হামলায় দুই ইউক্রেনীয় সেনা প্রাণও হারিয়েছেন। তাদের এই ধরনের উসকানিতে দেশটি পা দেবে না বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশপন্থী বিদ্রোহীরা ২০১৪ সাল থেকেই লুহানস্ক ও ডোনেস্ক দখল করে আছে উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ওই সময়ে সংঘাত থামাতে বেলারুশের রাজধানী মিনস্কে চুক্তি সই হয়। রাশিয়া,ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এই তৃপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে। আরটি, বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আক্রমণ শঙ্কায় ফের মার্কিন হুঁশিয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ