মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২৫ সালের মধ্যে মহাকাশ প্রযুক্তি বিকাশের জন্য একটি উদ্ভাবন কেন্দ্রে পরিণত হতে চায় চীনের সমৃদ্ধশালী শহর সাংহাই। সেখানের স্থানীয় সরকার এ ঘোষণা দিয়েছে। রোববার রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, সাংহাই এরই মধ্যে চীনের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। আগামীতে শহরটি কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ ও রকেটের জন্য লাইনের ব্যবস্থা করতে চায়। এমন রকেট যেগুলো উৎক্ষেপণসহ ভার্টিক্যালি অবতরণ করতে সক্ষম হবে। সাংহাই সরকারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের প্রধান মহাকাশ শক্তি হওয়া চেষ্টা করছে। এজন্য চাঁদ, মঙ্গল ও একটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের পরিকল্পনাসহ একটি ধূমকেতুর মিলনস্থল ও বৃহস্পতিগ্রহে মিশন সমাপ্ত করতে চায় দেশটি। গত বছর শেনজেনের প্রযুক্তি শহর স্যাটেলাইট ও সংশ্লিষ্ট শিল্পগুলো বিকাশের সঙ্গে সম্পর্কিত প্রতিটি প্রকল্পের জন্য প্রায় পাঁচ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে। তাছাড়া চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে একটি নতুন বাণিজ্যিক মহাকাশ বন্দর তৈরির পরিকল্পনা করা হয়েছে ও দেশটির পঞ্চম রকেট উৎক্ষেপণ সাইট ঝেজিয়াং প্রদেশে নির্মাণ করা হচ্ছে। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।