Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের তীব্র আপত্তির পরও দক্ষিণ কোরিয়ায় আগামী কয়েক মাসের মধ্যে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার কয়েক দফা পারমাণবিক পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতয়েনের সিদ্ধান্ত নেয়া হলো। এদিকে ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন এবং বেইজিংয়ের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে খাটো করার চেষ্টা বলে অভিহিত করেছে চীন। গত শুক্রবার এক সেমিনারে কোরিয়ায় মার্কিন বাহিনীর (ইউএসএফকে) কমান্ডার জেনারেল ভিনসেন্ট ব্রুকস বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড আগামী আট থেকে ১০ মাসের মধ্যে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হবে। এটি গুয়ামে বর্তমানে যেটি মোতায়েন রয়েছে তার চেয়ে বড় হবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএসএফকে’র মুখপাত্র কিম ইয়ং-কু। দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্রের মূল স্থাপনার কাছে বসবাসকারী বাসিন্দারা সম্ভাব্য স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিয়ে বিক্ষোভের পর গত সেপ্টেম্বরে দেশটি থাড ব্যবস্থা মোতায়েনের জন্য একটি এলাকার নাম ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্ট জাতীয় প্রতিরক্ষার জন্য থাড ব্যবস্থার পক্ষে সাফাই গাইলেও কয়েক বিরোধী আইনপ্রণেতা এর বিরোধিতা করছেন। সিউল ও ওয়াশিংটন থাড ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয়ার পর থেকে উ. কোরিয়া অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ