Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ বছরে পা দিল হৃদয়ে মাটি ও মানুষ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

১৮ বছরে পা দিয়েছে শাইখ সিরাজের কৃষি কার্যক্রম ‘হৃদয়ে মাটি ও মানুষ’। ২০০৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হয় অনুষ্ঠানটি। দেশের কৃষির বহুমুখী উন্নয়ন, অগ্রযাত্রা ও সাফল্যের পেছনে রয়েছে এ অনুষ্ঠানটির প্রভাব। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের অগণিত শিক্ষিত তরুণ যুক্ত হয়েছেন কৃষিতে। খাদ্যশস্য ও ফল ফসল উৎপাদনে তারা রেখে চলেছেন অসামান্য অবদান। সকার পরিচালনা থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে এ অনুষ্ঠানটি রেখে চলেছে অসামান্য অবদান। হৃদয়ে মাটি মানুষ শুধু দেশের কৃষি সাফল্য নয়, তুণমূল কৃষকদের অধিকার সুরক্ষা, তাদের কণ্ঠস্বরকে জাগ্রত করার ক্ষেত্রে রেখেছে অবদান। হৃদয়ে মাটি ও মানুষের প্রতি বছরের অর্থনৈতিক গবেষণাধর্মী আয়োজন ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ দেশের কৃষি অর্থনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ অনুষ্ঠানের মাধ্যমেই শাইখ সিরাজ কৃষকের জন্য প্রতিবছরের বিনোদন আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’ আয়োজন করে থাকেন। যেটি টেলিভিশনের জন্য বিপুল জনপ্রিয় ও অনন্য আয়োজন হিসেবে সমাদৃত। এছাড়া হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক কৃষি কার্যক্রম ‘ফিরে চল মাটির টানে’, কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘কৃষকের স্বাস্থ্য সেবাসহ নানাবিধ আয়োজন হয়েছে। যে আয়োজনগুলো দেশের কৃষি ও কৃষকের কল্যাণে রেখে আসছে অনন্য ভূমিকা। হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের ধারাবাহিকতায় আরেকটি অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ডাকও শুরু হয় একই সময়ে। এ অনুষ্ঠানটি এখন ‘ছাদকৃষি’ অনুষ্ঠান হিসেবে দর্শকদের মাঝে ব্যাপক সমাদৃত। এ অনুষ্ঠানের কল্যাণে দেশের শহর নগরে ছাদকৃষি অনুশীলনের ব্যাপকভিত্তিক কর্মযজ্ঞ শুরু হয়েছে। এ অনুষ্ঠানে দেখানো হয় ‘প্রবাসে বাঙালির আঙিনা কৃষি’। সেটিও প্রবাসের নাগরিকদের ব্যাপকভাবে আলোড়িত করেছে। এখন প্রবাসেও হাজার হাজার নাগরিক সুবিধামতো সময় ও জায়গায় কৃষিকাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ