পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জনপ্রিয় কৃষিভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এর পথিকৃত শাইখ সিরাজকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল টেকসই কৃষি উন্নয়ন, উন্নয়ন সাংবাদিকতা, উন্মুক্ত আলোচনা এবং জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য শাইখ সিরাজকে সম্মাননা প্রদান। প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান প্রফেসর মফিজুর রহমান এবং মূখ্য আলোচক ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সাখাওয়াত আলী খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান। বিভিন্ন অনুষদের ডিনসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং উর্ধ্বতন কর্র্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।