Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বিতর্ক রিভিউ পিটিশন খারিজ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সুপ্রিমকোর্ট শুক্রবার প্রধানমন্ত্রীর যে কোন ধরনের আইন প্রণয়নের ক্ষমতা, আর্থিক বিল অথবা যে কোন বাজেট অনুমোদন বা বিবেচনামূলক খরচ মন্ত্রী পরিষদের অনুমোদন ছাড়াই বাস্তবায়নের লক্ষ্যে করা গত ১৮ আগস্টের একটি রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। বিচারপতি মিঞা সাকিব নিসারের নেতৃত্বে তিন বিচারকের একটি বেঞ্চ এই বলে রিট পিটিশনটি খারিজ করে দেন যে, এ ব্যাপারে আদালতের মধ্যস্থতা করার কোন কারণ তারা খুঁজে পাননি। অতিরিক্ত এটর্নি জেনারেল ওয়াকার রানা আদালতে বলেন, প্রধানমন্ত্রীর এককভাবে খরচের কোন ক্ষমতা ছিল না। এতদিন ধরে একটি ভুল নিয়ম চলে আসছে। তিনি বলেন, সংবিধানের ৮৩ ধারায় বলা আছে, বাজেট পাশে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে। উল্লেখিত ধারার এ সাংবিধানিক আইনটি সংসদে এতোদিন বিবেচনা করা হয়নি। আরেকটি ভুল হচ্ছে, এ রায়ে কেন্দ্রীয় সরকার ও মন্ত্রী পরিষদের কর্মকা- ও আইন প্রণয়নের ক্ষেত্রে পৃথক ক্ষমতা বিলোপ করা হয়েছে। আদালতের রায়ে বলা হয়, প্রধানমন্ত্রী নিজে কোন সিদ্ধান্ত নিতে পারেন না অথবা মন্ত্রীসভাকে উপেক্ষা করে কিছু করতে পারেন না। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর একতরফা সিদ্ধান্ত নেয়ার বিষয়টি সঠিক হবে না। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বিতর্ক রিভিউ পিটিশন খারিজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ