Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমায় ৮ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত দিয়ারবাকির শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্সের বাইরে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজনের প্রাণহানি ও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার এই বোমা হামলাটি চালানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্য এবং বাকি ছয়জন বেসামরিক লোক। এছাড়া আহতদের মধ্যে অন্তত সাতজনকে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। তুরস্ক পুলিশ দেশটির প্রধান কুর্দিপন্থী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচপিডি) দুজন সিনিয়র নেতাসহ বেশ কয়েকজন এমপিকে আটক করার কয়েক ঘণ্টা পর এই বিস্ফোরণের ঘটনাটি ঘটল। পুলিশ জানিয়েছে, তুরস্কে কুর্দিদের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করার অংশ হিসেবেই ওই নেতাদের আটক করা হয়েছে। দিয়ারবাকির গভর্নর অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় গাড়ি বোমার বিস্ফোরণটি ঘটানো হয়। বিবৃতিতে আরো জানানো হয়, দেশটিতে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই হামলার দায় স্বীকার করেছে। দিয়ারবাকিরে অবস্থানকারী সাংবাদিকরা জানান, পুলিশের হেডকোয়ার্টার্স লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। হামলার ফলে হেডকোয়ার্টার্সের আশপাশের অন্তত চারটি বেসামরিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, আহত ৩০ জনের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর হওয়াতে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণের শব্দ এতটাই প্রকট ছিল যে, শহরের বিভিন্ন স্থান থেকে তা শুনতে পাওয়া গেছে। এদিকে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত শুক্রবার ভোরে পুলিশ এইচডিপি কো-লিডার সেলাহাতিন দেমির্তাসকে দিয়ারবাকিরে তার নিজ বাসা থেকে আটক করে। আর আরেক কো-লিডার ফিগেন ইয়ুকসেকদাগকে আঙ্কারা থেকে আটক করা হয়। এছাড়া দলের আরো নয় এমপিকেও আটক করা হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। প্রসঙ্গত, এইচডিপি তুরস্কের তৃতীয় বৃহত্তম দল। দেশটির ৫৫০ আসনের পার্লামেন্টে দলটির ৫৯টি আসন রয়েছে। তারা কুর্দি সম্প্রদায়ের প্রধান রাজনৈতিক দল। আল-জাজিরা, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমায় ৮ জনের প্রাণহানি

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ