Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩১ এএম | আপডেট : ১০:৩২ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২২

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে সংক্রমণ রোগী শানাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।

সোমবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২০ জনে।

গত একদিনে রোগী মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে।

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন, এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।

গতকাল রবিবার ১৫ লাখ ৯১ হাজার ৫৪১ জন রোগী শনাক্ত হয়েছেন যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই লাখ কম। একই সময়ে আরও ৮ হাজার ৯৩ জন করোনায় মারা যান। যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই হাজার কম।

আগের দিন শনিবার বিশ্বে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং মারা যান ৮ হাজার ১৭৪ জন।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সোমবারের হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

আগের দিনের মতো সোমবারও সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে রাশিয়ায়। ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, এইদিন দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৭৪৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬ জন করোনা রোগী শানাক্ত হয়েছে। এই সময়ে করোনা রোগী মারা গেছেন ২৮২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ