Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রাজিলে আরো লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৪৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ব্রাজিলে শনিবার উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসাবশেষ থেকে আরো লাশ উদ্ধার করেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৬। এদের মধ্যে ২৬টি শিশু রয়েছে। উদ্ধারকারী দল পঞ্চম দিনের মতো তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। জীবিতদের উদ্ধারের ক্ষীণ আশা নিয়ে তারা কোদাল ও বেলচা দিয়ে কাদার মধ্যে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।

ব্রাজিলের রাজধানী থেকে উত্তরে অবস্থিত মনোরম পাহাড়ী শহর পেট্রোপলিসে গত মঙ্গলবার প্রবল বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়। শহরের রাস্তাগুলো নদীতে রূপ নেয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ২৪ জনকে উদ্ধার করে। রিও ডি জেনিরোর পুলিশ শুক্রবার ২১৮ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিল। প্রেসিডেন্ট জায়ের বলসনারো শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যান। তিনি বলেন, শহরটির এতো বেশি ক্ষতি হয়েছে যে একে যুদ্ধক্ষেত্র বলে মনে হচ্ছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলে আরো লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ