Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নয়া নির্দেশনা সউদী আরবের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আবাসিক এলাকায় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সউদী আরব। নতুন নির্দেশনায় আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। নামাজের সময় কেউ গান বাজালে প্রথমবার এক হাজার সউদী রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ অর্থাৎ দুই হাজার সউদী রিয়াল জরিমানা দিতে হবে। এছাড়া, সউদী আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পরার জন্য ২৫০ থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত নতুন জরিমানার বিধানও চালু হয়েছে। যদিও সউদী আরবে পুরুষরা জনসমক্ষে হাফপ্যান্ট পরলে তা শিষ্টাচারের লঙ্ঘন বলে বিবেচিত হয় না।

সউদী আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানিয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়। এর আগে পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা চালু হওয়ার পর এখানে আরও একটি বিষয় যোগ হলো। পাবলিক ডেকোরাম রেগুলেশনের অধীনে বেশিরভাগ কর্মকাণ্ডই সউদী আরবে ইতোমধ্যেই নিষিদ্ধ। তবে এসবের জন্য কোনো নির্দিষ্ট শাস্তির বিধান ছিল না। বরং এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা একজন বিচারকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। সূত্র : গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নয়া নির্দেশনা সউদী আরবের

২১ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ