Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদ পারভেজের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে বৃহ্নলা সিনেমার নির্মাতা মুরাদ পারভেজের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হয়েছে। গত সপ্তাহে জুরি বোর্ডের এক সভায় পুরস্কার বাতিলের চ‚ড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। জুরি বোর্ড সদস্য বিটিভির বর্তমান মহাপরিচালক হারুন অর রশিদ খবরটি নিশ্চিত করেছেন। গত শনিবার তিনি জানিয়েছেন, মৌলিক গল্পে চলচ্চিত্র নির্মাণ না করায় মুরাদ পারভেজের বৃহ্নলা সিনেমার জন্য তিনটি শাখায় প্রাপ্ত পুরস্কারই বাতিল করা হয়েছে। এছাড়া জরিমানা হিসেবে তাকে অনুদানের ২৪ লাখ টাকা সুদে-আসলে দিতে হবে। তবে মুরাদ পারভেজ আবেদন করলে হয়ত জরিমানার অর্থে কিছুটা ছাড় দেয়া হতে পারে। বৃহ্নলার পরিবর্তে কোনটি সেরা চলচ্চিত্র এবং কাহিনীকার, সংলাপ রচয়িতা হবে এ ব্যাপারে জানা যায়, কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত নেক্কাবরের মহাপ্রয়াণ সেরা সিনেমা, কাহিনীকার হিসেবে মেঘমল্লা'র জন্য আখতারুজ্জামান ইলিয়াস এবং একই সিনেমার জন্য সেরা সংলাপ রচয়িতা হিসেবে জাহিদুর রহিম অঞ্জন পুরস্কার পাচ্ছেন। জানা যায়, জুরি বোর্ড প্রতিটি পুরস্কারের বিকল্প হিসেবে আগে থেকেই ঠিক করে রাখে। এ হিসেবে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকার কারণে উল্লেখিত পুরস্কার দেয়া হবে। উল্লেখ্য, বৃহ্নলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ এর সেরা কাহিনীকার হিসেবে পুরস্কার পান মুরাদ পারভেজ। ঘোষণার পরপরই গল্প নকল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল গল্প অবলম্বনে তিনি বৃহ্নলা’র কাহিনীচিত্র লেখেন। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে মৌলিক গল্পের বাধ্যবাধকতা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আগামী ২৭ এপ্রিল প্রদান করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুরাদ পারভেজের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ