Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রানী এলিজাবেথ করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২২ পিএম

ব্রিটেনের রানি এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এই তথ্য নিশ্চিত করে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানীর কোভিড পরীক্ষার ফলাফল ‘ইতিবাচক’ এসেছে।

বিবৃতিত বলা হয়েছে, রানী ‘হালকা ঠান্ডার মতো লক্ষণ’ অনুভব করছেন। তবে আগামী সপ্তাহ থেকে তিনি তার রাজকীয় ‘দায়িত্ব’ পালন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে রানী উইন্ডসর ক্যাসলে অবস্থান করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি চিকিৎসা সেবা পেতে থাকবেন এবং সমস্ত উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন।’ সম্প্রতি ৯৫ বছর বয়স্ক রানী তার বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স অফ ওয়েলসের সাথে সাক্ষাত করেছিলেন, যিনি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারিতে রানী তার সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি পালন করেছেন। তিনি হচ্ছেন যুক্তরাজ্যের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা শাসক। ৭০ বছর পূর্তি উপলক্ষে তিনি তিন মাসেরও বেশি সময় পরে প্রথম বড় জনসমাগমে যোগ দিয়েছিলেন।

বিবিসির রাজকীয় সংবাদদাতা নিকোলাস উইচেল বলেছেন যে, এটি পুরোপুরি নিশ্চিত করা যেতে পারে যে, রানী সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। সূত্র: বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রানী এলিজাবেথ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ