Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে ফিরে পেতে চান মুশফিক

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আসরে দারুণ শুরুর দিকে তাকিয়ে বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। বিপিএলের গত আসরে নিজেকে মেলে ধরতে পারেননি। বেশ ক’টি ক্লোজ ম্যাচ হেরে গেছে সিলেট সুপার স্টারর্স সøগে মুশফিকুরের ভুলে। আসরের মাঝপথে হারিয়েছেন অধিনায়কত্ব। এবার তারকাহীন বরিশাল বুলস’কে নেতৃত্ব দিয়ে দারুণ কিছু’র স্বপ্ন দেখছেন আসরের সর্বোচ্চ রানের মালিক। জয়ে আসরটি শুরু করতে ভরসা রাখছেন স্পিনেÑ‘আমাদের দলটা হয়তো কাগজে কলমে অতো শক্তিশালী নয়। এমন কোন সুপার স্টারও নেই দলে। কিন্তু কার্যকরী কিছু খেলোয়াড় আছে। আল-আমিন কিন্তু অন্যতম সফল বোলার জাতীয় দল এবং টি-টোয়েন্টি সংস্করণে। রনি গত বছর বিপিএলে সর্বাধিক উইকেট শিকারি ছিল। রাব্বি অনেক ভালো তরুণ তারকা। অফ স্পিনার তাইজুল, মুনির ভাই, দিলশান মুনাবীরা আছে। রেকর্ড ঘেঁটে দেখেন স্পিনারদের কিন্তু ইকোনমি অনেক কম, এবং তারাই কিন্তু ভাইটাল হয়ে যায়। আমাদের দলটির যে সামর্থ আছে, তার প্রতি সুবিচার করতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ে ফাইনাল হিরো কার্লস ব্রাফেট আছেন বরিশাল বুলসে। আছেন আর এক ক্যারিবিয়ান রায়াদ এমরিত। শ্রীলংকার পেস অল রাউন্ডার তিসারা পেরেরাও আছেন বরিশাল বুলসে। এদের সঙ্গে বিপিএল টু’র সর্বাধিক রান সংগ্রাহক সামছুর রহমান শুভ, শাহরিয়ার নাফিসদের নিয়ে যে শক্তি মজুদ আছে,তা দিয়েই লড়তে চান মুশফিকুর। বিশ্বকাপ টি-২০তে করেছেন হতাশ। ভারতের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ দল মুশফিকের অপরিনামদর্শি শটে। তাই সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট বিপিএল’র এই আসরে নিজেকে চেনাতে চান মুশফিকুর রহিমÑ‘মানুষের উত্থান পতন থাকতেই পারে। টি-টোয়েন্টি সংস্করণ মোটেও সহজ নয়। মারতে গিয়ে বা দলের কারণে খেলতে গিয়ে আউট হওয়ার সুযোগ থাকে। সেদিক থেকে বলবো আমি অনেক অখুশি ছিলাম আমার পারফরম্যান্সে। তারপরও আমি তো মানুষ। অনেক কঠিন পরিশ্রম করছি, চেষ্টা করছি আমার আগের যে স্বরূপ সেটা এই বিপিএলে ফিরে আসতে। দল যে কারণে আমাকে নিয়েছে সেটার প্রতিদান যেন দিতে পারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজেকে ফিরে পেতে চান মুশফিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ