Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টেইনকে হারালেও দিনটা প্রটিয়াদের

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে অপ্রতাশিত ঘটনাই যেন বেশি প্রত্যাশিত। পার্থ টেস্টে গতকাল দ্বিতীয় দিনে সকালে আধিপত্য দেখালো স্বাগতিকরা, অথচ দিন শেষে এগিয়ে সফরকারীরা। প্রটিয়াদের প্রথম ইনিংসে করা ২৪২ রানের জবাবে পানিপানের বিরতির সময়ও অজিদের সংগ্রহ বিনা উইকেটে ১৫৬। চা বিরতির সময় অল-আউট ২৪৪ রানে! শেষ ৮২ রানেই তারা হারায় ১০ উইকেট। জবাবে ২ উইকেটে ১০৪ রান নিয়ে দিন শেষ করে ফাফ ডু প্লেসিসির দল। দিন শেষে প্রটিয়ারা এগিয়ে থাকলেও তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ডেল স্টেইনের চোট। প্রথমে এতটা গুরুতর মনে না হলেও পরে জানা গেছে কাঁধের এই অঘাত পুরো সিরিজটাই শেষ করে দিয়েছে এই পেসারের। তবে তার আগে দলের সবচেয়ে দুশ্চিন্তার নাম ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন তিনিই। সেঞ্চুরি থেকে এসময় মাত্র তিন রান দুরত্বে ছিলেন ওয়ার্নার। স্টিভেন স্মিথ বাহিনীকে গুটিয়ে দেয়ার বাকি কাজ সফলভাবেই সারেন ভেরনন ফিল্যান্ডার ও কাশেভ মহারাজ। দলীয় ৪৫ রানে কুক ও আমলাকে হারিয়ে ব্যকফুটে যায় আফ্রিকানরাও। কিন্তু অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন ডুমিনি ও এগলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টেইনকে হারালেও দিনটা প্রটিয়াদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ