নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : গত ৩ জুন বিকেএসপিতে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সুপার লীগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটি পÐ হয়েছিল তামীমের অনাকাক্সিক্ষত আচরণে। প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান রকিবুলের বিপক্ষে আপীলে কেন সাড়া দেননি আম্পায়ার তানভীর হায়দারÑ তাতে মেজাজ বিগড়ে ওই আম্পায়ারের উপর তেড়ে গেছেন তামীম। তামীমের ওই আচরণে নিরাপত্তাহীনতায় ভুগে ম্যাচ পরিচালনা থেকে বিরত থেকেছেন দুই আম্পায়ার তানভীর হায়দার এবং গাজী সোহেল। ওই ঘটনায় ম্যাচ রেফারী মন্টু দত্ত তাৎক্ষণিক রিপোর্ট দেননি। রিজার্ভ ডে থাকার পরও ওই ম্যাচটি শেষ পর্যন্ত আর গড়ায়নি মাঠে। বিসিবি পরিচালক নাজমুল কবির টিংকু, শেখ সোহেল এবং বিসিবি’র প্রধান ম্যাচ রেফারী রকিবুল হাসান ও টেকনিক্যাল কমিটির সদস্য রকিবুল হাসান ম্যাচ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ওই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ২ দলকে ১ পয়েন্ট করে দিয়েছেন। আবাহনী অধিনায়ককে অশোভন আচরণের দায়ে ১ লাখ টাকা এবং ঘরোয়া ক্রিকেটে পরবর্তী এক ম্যাচ বহিষ্কার করেছেন। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আজ বরিশাল বুলসে’র বিপক্ষে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলার কথা নয় তামীম ইকবালের। ঘরোয়া টুর্নামেন্টের পরবর্তী এক ম্যাচ নির্দিষ্ট করে উল্লেখও ছিল না বিসিবি’র মিডিয়া রিলিজে। তবে তামীমের নাকি এই ম্যাচ খেলতে কোন বাধা নেই, এমনটাই জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘যেহেতু প্রিমিয়ার ডিভিশনে অনাকাক্সিক্ষত ঘটনায় তামীম এক ম্যাচ সাসপেন্ড হয়েছেন এবং যেহেতু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ৫০ ওভারের, সেহেতু ওই সাসপেনশন পরবর্তী ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচে প্রযোজ্য হওয়ার কথা। তাছাড়া বিপিএল ফ্রাঞ্ছাইজি নির্ভর খেলা, আসরটি টি-২০ ফরমেটের। তাই বিপিএলে তামীমের উপর এক ম্যাচের নিষেধাজ্ঞাদেশ আরোপিত হতে পারে না।’ ১৩ জুন আম্পায়ারদের সাথে অশোভন আচরণে তামীমের বিরুদ্ধে সাজার ঘোষণা দিতে বিসিবিকে অপেক্ষা করতে হয়েছে ২২ জুনÑ গুরুতর অন্যায় করেও তামীম এই সময়ের মধ্যে খেলেছেন চার চারটি ম্যাচ। সুতরাং তামীমের উপর নিষেধাজ্ঞাদেশ যে খেয়াল-খুশি মতো হবে, সেটাই যে স্বাভাবিক!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।