নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : লাল-সবুজের ফুটবলকে এগিয়ে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’কে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল বিকালে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিফার সিনিয়র ডেভলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার এ আশ্বাস দেন। তিনি বাফুফের খসড়া উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং ফিফার সিনিয়র ডেভলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার ও ডেভলপমেন্ট অফিসার ডাঃ শাহজি প্রভাকরণ।
বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন নিজ বক্তব্যে তুলে ধরেন তাদের পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ অনূর্ধ্ব-১৬ মহিলা দলের জন্য উন্নত প্রশিক্ষণ ও যাবতীয় খরচ, একটি জিমনেসিয়াস, বাফুফে ভবনে নতুন ডরমেটরি, যুব পর্যায়ে সোহরাওয়ার্দী কাপসহ দুটি ফুটবল টুর্নামেন্ট, বাফুফে সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফে ফ্লাড লাইট ও বাফুফের সামনে ছোট মাঠটিতে একটি টার্ফ স্থাপন করাসহ দুই বছরের একটি পরিকল্পনা আমরা হাতে দিয়েছি। যা ফিফা প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়েছে। তারা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
ফিফা ডেভলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার বলেন, ‘এটি আমরা যাচাই বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আমরা কী পরিমাণ টাকা দেব সেটি এখনো নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে খুব কড়াকড়ি থাকবে, এই অর্থ ব্যয়কে নিয়মিত মূল্যায়ন ও নিরীক্ষণ করা হবে। বাংলাদেশের মাস্টার প্লানটা আমার কাছে পরিকল্পিত ও উচ্চাভিলাষী মনে হয়েছে। তবে আমি বিশ্বাস করি সব দেশেরই ফুটবলে বাজে সময় আসে এবং এটি কাটিয়ে উঠতে যথাযথ পরিকল্পনা নিতে হয়। বাংলাদেশ তাই করেছে এবং ফিফা বাংলাদেশের ফুটবলে নতুন দিন আনার জন্য সহযোগিতা করতে তৈরি।’
বাংলাদেশের সাবেক জার্মান কোচ অটো ফিস্টারের ছেলে মাইক আরও বলেন, ‘২০ বছর আগে আমি বাংলাদেশে ছিলাম। তখন মনে হয়েছিল বাংলাদেশের ফুটবল একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। আজ দুর্ভাগ্যজনকভাবে চিত্রটা ভিন্ন। কিন্তু আমি যতটুকু বাংলাদেশের ফুটবলকে জানি এখানে সম্ভাবনার কোনও কমতি নেই। আর ফুটবলের প্রতি তাদের ভালোবাসা তো রয়েছেই।’
ফিফা ডেভলপমেন্ট ম্যানেজার বলেন, ‘আমি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবলকে একটা কঠিন সময়ের মাঝেই দেখতে পাচ্ছি। একটি দেশের আন্তর্জাতিক অবস্থান প্রতিতফলিত হয় ঘরোয়া ফুটবলের অবস্থার ওপর। র্যাংকিং দিন দিন নেমে যাচ্ছে। তারপরও এই অবস্থায় ফিফা বাফুফেকে সাহায্য করতে সর্বদাই প্রস্তুত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।