নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলএ নিজেদের অভিষেক ম্যাচে অবতীর্ন হবে ঢাকা ডায়নামাইটস। গতবার দলটির নেতৃত্ব সাঙ্গাকারা দিলেও এবার সাকিবের উপরে নেতৃত্বের ভার দিয়েছে ঢাকা ডায়নামাইটসের ফ্রাঞ্চাইজি। দলটির বিদেশী সংগ্রহ যথেস্ট শক্তিশালী। টি-২০’র পারফরমার ইংল্যান্ডের রবি বোপারা, ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, বিপিএলের গত আসরে বরিশাল বুলসের সেঞ্চুরিয়ান ইভিন লুইস, দক্ষিন আফ্রিকার অল রাউন্ডার ওয়েন পার্নেল, শ্রীলংকার লিজেন্ডারী সাঙ্গাকারা,মাহেলার সঙ্গে আছেন সেকুগে প্রসন্ন এবং পাকিস্তানের ওসামা মীর। ৯ বিদেশীর মধ্য থেকে ৪ জনকে ম্যাচে বেছে নেয়াটাই সাকিবকে ফেলে দিয়েছে বড় ধরনের পরীক্ষায়Ñ‘একটু ডিফিকাল্টও তো হয়ই। কোটায় অনুয়ায়ী ৪ জন বিদেশী ক্রিকেটার খেলত পারবে। স্বাভাবিকভাবেই আমার টিমে বিদেশী যারা আছে, তাদের সবাইকে তো খেলাতে পারবো না। টিম ম্যানেজমেন্ট কোচ এবং আমি মিলে সিদ্ধান্ত নিব। যেহেতু সবাই পেশাদার ক্রিকেটার,তাই স্পোর্টংলি নিবে সবাই।’
রাজধানী ঢাকাবাসীদের সমর্থন থাকবে দলটির উপর। তাই ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিবের উপর প্রত্যাশা একটু বেশিই। প্রত্যাশা পূরনে ছন্দময় ক্রিকেটের অঙ্গীকার সাকিবেরÑ‘দলটি যখন এতো ভাল, তখন লক্ষ্য তো অবশ্যই চ্যাম্পিয়নের। ম্যাচ বাই ম্যাচ ইমপ্রæভ করতে চাই।’ সারা বিশ্ব চষে বেড়ান টি-২০ ক্রিকেটে। তবে ঘরের মাঠে নিজের দেশের টি-২০ আসরই নাকি বেশি উপভোগ করেন সাকিবÑ‘দেশের মাটিতে খেলার অনুভুতিটা বিশেষ এক ধরনের। আমি খুবই উপভোগ করি। আর প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। ’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।