Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পরই ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল ম্যাচটা জমিয়ে তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু রাতে ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজও জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। এর পাশাপাশি আরেকটি প্রাপ্তিও হয়েছে রোহিত শর্মার দলের, একটা মাইলফলকে নাম লিখিয়েছে ভারত। কালকের জয়টি যে টি-টোয়েন্টিতে ভারতের ১০০তম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের শতকের চন্দ্রপৃষ্ঠে অবশ্য ভারত ‘বাজ অলড্রিন’, বছরখানেক আগেই সে মাইলফলকে নাম লিখিয়ে ‘নিল আর্মস্ট্রং’ হওয়ার গর্বটা পাকিস্তানের। তবে সময়ের হিসাবে দ্রুততম হতে না পারলেও ম্যাচের হিসাবে ঠিকই পাকিস্তানকে পেরিয়ে গেছে ভারত।
গত বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে শততম টি-টোয়েন্টিতে জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল পাকিস্তান দল। সে মাইলফলকে পৌঁছাতে তাদের লেগেছিল ১৬৪ ম্যাচ। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ১৫৫তম। তালিকার তিনে দক্ষিণ আফ্রিকা, ১৪৭ ম্যাচে ৮৬ জয় তাদের। তার মানে, তাদের পক্ষেও ভারতের রেকর্ড ভাঙা সম্ভব হবে না। শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, তালিকায় এর পরে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও সম্ভব নয় ভারতের রেকর্ড ভাঙা। এই দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ তো এরই মধ্যে ভারতের চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ম্যাচ কম খেললেও তাদের ১০০-তে পৌঁছাতে প্রয়োজনীয় জয়ের সংখ্যার চেয়ে ম্যাচসংখ্যায় ভারতের সঙ্গে তাদের ব্যবধান কম।
এদিক থেকে শুধু আফগানিস্তানই হতে পারে ভারতের রেকর্ডের পথে বড় হুমকি! টি-টোয়েন্টিতে জয়ের সংখ্যার তালিকায় নবম আফগানিস্তানের এই মুহূর্তে জয়ের সংখ্যা ৬০, কিন্তু এত জয় পেতে তাদের ম্যাচ লেগেছে মাত্র ৮৮টি। অন্তত ৫০টি জয় আছে, এমন দলগুলোর মধ্যে জয়ের হারের বিচারে আফগানিস্তানের ওপরে আর কেউ নেই, দুইয়ে ভারত। এ পর্যন্ত ১২৩টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, এর মধ্যে জিতেছে মাত্র ৪৩টি। অন্তত ৪০ ম্যাচ জিতেছে, এমন ১২টি দলের মধ্যে জয়ের হারে সবার তলানিতে বাংলাদেশ (০.৩)।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়
জয় ম্যাচ দল
১১৮ ১৮৯ পাকিস্তান
১০০ ১৫৫ ভারত
৮৬ ১৪৭ দক্ষিণ আফ্রিকা
৮৩ ১৫৭ অস্ট্রেলিয়া
৮০ ১৬০ নিউজিল্যান্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের পরই ভারত

২০ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ