Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাডমিন্টন প্রতিভা বাছাই

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ব্যাডমিন্টন খেলাকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করার লক্ষ্যে সারাদেশের প্রাইমারী স্কুলগুলোতে ‘শার্টল টাইম বাংলাদেশ’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। এই প্রোগ্রামের আওতায় প্রায় ২০০টি স্কুলের ৩২০জন টিচার এবং ৬,৮০০ জন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেয়া হবে। পুরো প্রোগ্রামটি ব্যাডমিন্টন অষ্ট্রেলিয়ার অর্থায়নে সম্পন্ন হবে। আগামী ২০ ডিসেম্বর ২০১৬ উক্ত প্রোগ্রামটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। গেলপরশু ফেডারেশনের অফিসকক্ষে ব্যাডমিন্টন অষ্ট্রেলিয়ার সার্বিক সহায়তায় এই প্রকল্পটির চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগ, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও বাংরাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক, নেপাল ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রামজি বাহাদুর শ্রেষ্ঠ এবং ব্যাডমিন্টন অষ্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন স্পোর্টস মেটারের সিইও জ্যাকি লউফ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষে আরো ছিলেন সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাহার, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজিজ জিলানী, সদস্য কাজী হাসিবুর রহমান শাকিল, এস.এম জাহিদুল হক কচি, মোঃ জিয়াউল হক জুয়েল মেয়র, বাউফুল পৌরসভা, সদস্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এবং নিখিল চন্দ্র ধর রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার ব্যাডমিন্টন এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন প্রতিভা বাছাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ