Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে প্রয়োজনে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

রুশ-মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ফোনালাপ, পাইপলাইনে বিস্ফোরণ, ঘনীভূত যুদ্ধের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এই তথ্য জানিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানানো হয় হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে। কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় আমেরিকা ও তার মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন আক্রমণের অযুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না। অপরদিকে, শুক্রবার পূর্ব ইউক্রেনের একটি প্রধান বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরের মধ্য থাকা একটি আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। রাশিয়ার আরআইএ নভোস্তি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী শহর লুগানস্কের দ্রুজবা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। যে ছবিগুলি দেখানো হয়েছে তাতে রাতের আকাশে আগুনের গোলা দেখা যাচ্ছে। ঘটনাটির কারণ এখনও অস্পষ্ট রয়েছে। যদিও এই ঘটনার ফলে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল আকার ধারন করেছে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতির আশঙ্কা দ্বিগুণ হয়েছে। দ্রুজবা পাইপলাইন রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিস্তৃত। সোশাল মিডিয়ায় পাওয়া ছবিতে দেখা গেছে যে একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের গোলা রাতের আকাশ আলোকিত করেছে। পাইপলাইনে আঘাত হানার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে লুগানস্কে দ্বিতীয় বিস্ফোরণের খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এক টেলিফোন আলাপে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে ইউক্রেন সঙ্কটে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানিয়েছেন। পেন্টাগনের প্রেস সচিব, জন কিরবি এক বিবৃতিতে বলেন, “অস্টিন উত্তেজনা হ্রাসের, ইউক্রেন ঘিরে থাকা রাশিয়ার সেনাদের নিজ ঘাঁটিতে ফিরে যাবার এবং একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।” আলোচনাটি এমন সময়ে হল যখন রাশিয়া ঘোষণা দিয়েছে যে, শনিবার তাদের পারমাণবিক বাহিনী মহড়া দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং মহড়াটি তত্ত্বাবধান করবেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, মহড়াটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক উৎক্ষেপণ অনুশীলন করা হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগামী কয়েকদিনের মধ্যেই ইউক্রেন আক্রমণের সম্ভাবনা “অত্যন্ত বেশি” বলে সতর্ক করার পরই, এমন মহড়ার ঘোষণা দেওয়া হল। ইউক্রেনের সীমান্তে রাশিয়া দেড় লাখের মত সেনা জড়ো করেছে। দ্য এ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শুক্রবার জানায়, পূর্ব ইউক্রেনের কিছু অংশ থেকে বেসামরিক মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডনেটস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রধান, ডেনিশ পুশিলিন-কে উদ্ধৃত করে এপি জানায় যে, তিনি এক বিবৃতিতে শুক্রবার বলেছেন যে নারী, শিশু ও বয়স্কদের আগে সরিয়ে নেওয়া হবে এবং রাশিয়া তাদের বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে ২৫০টি এম-ওয়ান এব্রামস ট্যাংক বিক্রি করবে, যাতে করে রাশিয়ার সাথে ইউক্রেন বিষয়ে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে পোল্যান্ডের নিরাপত্তা আরও জোরদার হয়। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৪,৭০০ সেনা সংকুলান করায়, পোল্যান্ডকে ধন্যবাদ জানান অস্টিন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তাতে সাড়া জানাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের এই সেনারা। এই মাসের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের অতিরিক্ত সেনা মোতায়েনের আদেশ দেওয়ার পর থেকে পোল্যান্ডে ৯,০০০-১০,০০০ আমেরিকান সেনা অবস্থান করছে। রয়টার্স, বিবিসি, ভিওএ, দ্য প্রিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেনে প্রয়োজনে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ