Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫৪ পিএম

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে যেন। পেঁয়াজের পর বেড়েছে কাঁচা মরিচের দাম। জানা যায়,তিনদিনের ব্যবধানে দিনাজপুরে হিলির খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। হঠাৎ মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

শীতকালে অসময়ে একদিনের টানা বৃষ্টিই এই দাম বৃদ্ধির কারণ, দাবি মরিচ ব্যবসায়ীদের।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হিলি সবজি বাজারের তথ্য থেকে জানা যায়, প্রতিটি সবজির দামই কেজিপ্রতি প্রায় দ্বিগুণ বেড়েছে। শুধু কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম ছিলো নাগালের মধ্যে। গত কয়েক দিন যাবৎ বাজারে বেড়ে গেছে পেঁয়াজের সঙ্গে সঙ্গে কাঁচা মরিচের দামও। গত তিন দিন আগে পাইকারি বাজার ছিলো কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২৫ টাকা, তা খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ৩০ টাকা। দাম বেড়ে এখন তা পাইকারি বিক্রি হচ্ছে ৪৫ টাকা ও খুচরা বাজারে ৫০ টাকা। যার প্রভাব পড়েছে খেটে খাওয়া দিনমজুরদের উপর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিত্যপণ্য

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ