Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম বেড়েছে চাল, সবজি-ডিম ও মাছের দাম বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ এএম

চলতি সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে, চাল, সবজি ও ডিমের দাম। আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেটসহ কয়েকটি বাজারের খবর নিয়ে এই তথ্য পাওয়া গেছে।

মতিঝিলের গোপীবাগ কাঁচা বাজারের এক সবজি বিক্রেতা জানান, করলা ৬০ টাকা, সিম ৮০ টাকা, মরিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, গাজর ১০০ টাকা ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি।

দাম বাড়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। শুধু সবজি নয়, বাজারে দেখা গেছে মুরগি, চাল ও ডিমের দামও বেশি। মোটা-সরু সব চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে ।

যাত্রাবাড়ীর এক চাল ব্যবসায়ী জানান, পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। এখন চালের সিজন শেষ। চাল আমদানি হলেও বাজারে সেগুলো আসছে না। এজন্য দাম বাড়তি।

রাজধানীর হাতিরপুল বাজারের সবুজ পোলট্রি ফার্মের মালিক মো. আবুল বাজার জানান, চাহিদার তুলনায় জোগান কম থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১৪০-১৪৫ টাকায় করে বিক্রি বিক্রি হচ্ছে। তিন দিন আগেও প্রতি ডজন ১৩০ টাকা বিক্রি হয়েছে।

এদিকে, বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে। এক কেজির বেশি ওজনের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা, ৮ শ থেকে সাড়ে ৯ শ গ্রাম সাইজের ইলিশের কেজি ৮০০ টাকা। রুই আকার ভেদে ১৮০ থেকে ৩২০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, কাতল আকার ভেদে ১৮০ থেকে সাড়ে তিনশ টাকা দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দাম কমার কারণ হিসেবে কাওরান বাজারের মাছ ব্যবসায়ী জানান, বৃষ্টির পর সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় ইলিলের দাম কিছুটা কমেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিত্যপণ্যে

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ