Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার তিলক নিয়ে উত্তেজনা কর্ণাটকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৩ পিএম

কর্ণাটক হাইকোর্টে হিজাব মামলার শুনানির সময় মুসলিম ছাত্রীদের আইনজীবীরা তিলক, সিঁদুর, চুড়ি এমনকি শিখ শিক্ষার্থীদের পাগড়ি পরে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকা নিয়েও প্রশ্ন তুলেছিল।

এদিকে অন্তর্বর্তী নির্দেশে কর্ণাটক হাইকোর্ট হিজাব ও গেরুয়া স্কার্ফ পরে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে ঢোকার বিষয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। সেই তালিকায় তিলক বা সিঁদুর নেই। এখন কলেজ কর্তৃপক্ষ তিলক পরার ওপর নিষেধাজ্ঞা জারি করায় প্রশ্ন উঠেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাস করার অধিকার নিয়ে মামলা চলছে। তারই মধ্যে বিজয়পুরার ইন্দি শহরের একটি কলেজে এক ছাত্রকে কপালে তিলক কেটে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, হিজাব বা গেরুয়া স্কার্ফের মতোই তিলকের মতো ধর্মীও চিহ্নও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষক এবং কর্মীদের সঙ্গে পড়ুয়াদের একাংশের বচসা হয়।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩২ পিএম says : 0
    অবশ্যই অবশ্যই তিল পাগড়ী হাতে লাল সুতা এই গুলি বন্ধ করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্ণাটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ