Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে

আইনজীবীদের অভিমত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুদকের কর্মকর্তারা চাকরিচ্যুতির প্রতিবাদে সারাদেশে তাদের অফিসের সামনে মানববন্ধন করেছে।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।

দুদকের বিধিমালার ৫৪(২) ধারায় বলা হয়েছে, এই বিধিমালায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোনো কারণ না দর্শাইয়া কোন কর্মচারীকে ৯০ দিনের নোটিশ প্রদান করিয়া অথবা ৯০ দিনের বেতন নগদ পরিশোধ করিয়া তাহাকে চাকরি হইতে অপসারণ করিতে পারিবে।

তবে এ ধারায় শরীফ উদ্দিনকে যে ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আইনজীবিদের মতে তা বেআইনী। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, অসদাচরণ বা কোনো দোষের কারণে ৫৪(২) ধারায় কাউকে চাকরিচ্যুত করা যায় না। চাকরিবিধিতে এই ধারা থাকে তার কারণ হলো কেউ যখন কোনো কারণে কর্মীদের বেতন না দিতে পারে বা অন্যকোনো কারণে মন্দাঅবস্থা দেখা যায় বা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো সমস্যা থাকে তখন তাকে ৯০ দিনের বেতন দিয়ে অপসারণ করা যাবে। তবে এটি কোনো অপরাধ, অসদাচরণ বা দোষের কারণে করা হয় না। এই ধারায় কেউ অপসারিত হওয়ার পর অন্যকোনো জায়গায় যদি চাকরি নিতে যান তাহলে তাকে কিন্তু বলতে হবে না যে, আমাকে অপরাধ বা অসদাচরণের কারণে চাকরিচ্যুত করা হয়েছিল।

কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে ৫৪(২) ধারায় চাকরিচ্যুত করা যায় না উল্লেখ করে তিনি বলেন, কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই ডিসিপ্লিনারি প্রসিজার অনুযায়ী যেতে হবে। সেই অভিযোগের তদন্ত হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তিনি বলেন, দুদক বলছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে এভাবে অপসারণ করা যায় না। শরীফ উদ্দিনকে সম্পূর্ণ বেআইনিভাবে অপসারণ করা হয়েছে। এই অপসারণ দুদকে আর যারা আছেন, যারা দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করেন তাদের জন্য এক ধরনের হুমকি। তারা সবাই এখন আতংকে থাকবেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শরীফ উদ্দিন এমন একজন ব্যক্তি যিনি বড় ধরনের দুর্নীতির ঘটনাগুলো উদঘাটন করছেন এবং যেসব প্রভাবশালী মহল বা সিন্ডিকেট এসব দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করেছেন। তাকে এই ভাবে অপসারণ করা অত্যন্ত বিতর্কিত একটি ঘটনা।

তিনি বলেন, যাদের দুর্নীতি উদঘাটনের জন্য শরীফ উদ্দিন সততার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে অগ্রসর হয়েছিলেন, কোনো অপশক্তির স্বার্থ দেখেননি, দুদকের উচিত ছিল তার পক্ষে দাঁড়ানো, তাকে সুরক্ষা দেওয়া, তাকে সমর্থন করা, নিরাপত্তা দেওয়া। তা না করে তাকে কেন অপসারণ করা হলো এই প্রশ্নটি ওঠা স্বাভাবিক। যারা শরীফ উদ্দিনের উদ্যোগের কারণে নাখোশ হয়েছেন, বিরাগভাজন হয়েছেন তাদের প্ররোচনা, তাদের নির্দেশনায় তাকে অপসারণ করা হয়েছে কি না এই প্রশ্ন ওঠাটাও অনেকটা যৌক্তিক। দুদককে অবশ্যই এর জবাব দিতে হবে।



 

Show all comments
  • নিলিমা জাহান তনুশ্রী ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৩ এএম says : 0
    চোখ থাকলেই দেখতে নেই কান থাকলেই শুনতে নেই মুখ থাকলেই বলতে নেই, পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাইলে চোখ মুখ কান বন্ধ করে চুপ থাকাই ভালো।
    Total Reply(0) Reply
  • Abrar Zarif ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ এএম says : 0
    প্রেক্ষাপট বাংলাদেশ: বড়দের দোষ ধরতে নেই, ধরলে ছোটই থাকতে হবে নয়তো নিশ্চিহ্ন হতে হবে।
    Total Reply(0) Reply
  • MD Morsalin Islam ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ এএম says : 0
    ভালো মানুষ গুলো সবসময় বিপদে থাকেন,,,, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি,, তার বিষয়টি দেখার জন্য।।।
    Total Reply(0) Reply
  • Md.Samsuzzaman Sobuz ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ এএম says : 0
    এসব দুর্নীতির পেছনে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদরা একাট্টা হয়েছেন। "প্রভাবশালী আমলা ও প্রভাবশালী রাজনীতিবিদদের বজ্রকঠিন সিন্ডিকেট,"
    Total Reply(0) Reply
  • Hridoy Khan ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ এএম says : 0
    দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন প্রায় আটমাস আগে চট্টগ্রাম কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিলেও সেটির ভিত্তিতে এখনো কোন ব্যবস্থা নেয়নি কমিশন। উল্টো শরীফ উদ্দিনকে বদলি করে পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। শরীফ উদ্দিনের অভিযোগ হচ্ছে, এই তদন্ত প্রতিবেদন থেকে প্রভাবশালী আমলা ও রাজনীতিবিদদের নাম বাদ দেবার জন্য তার উপর চাপ এসেছিল।
    Total Reply(0) Reply
  • Mamunur Rashid ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ এএম says : 0
    এইদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পদ হারাতে হবে অথবা বহিস্কার হতে হবে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আব্দুস সালাম ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৮ এএম says : 0
    শরীফ সাহেবের ঘটনাটি পড়লাম। পড়ে অত্যন্ত ব্যথিত হলাম। আসলে ঘটনটি কতটা সত্য সেটি বলতে না পারলেও বুঝা যাচ্ছে ঘটনার পিছনে কোন উদ্যেশ্য তো অবশ্যই রয়েছে। দেখুন বর্তমান সমাজে সিভিল পর্যায়ে একজন নীতিবান চাকুরিজিবি তো খুজে পাওয়াই তো ভার সেখানে তার মত একজন আদর্শবানকে অপসারন করা সত্যিই দুঃখজনক। তারপর চাকুরী থেকে অপসারনের যে পদ্ধতি রয়েছে তার কোনটিই তার ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। আর এভাবে যদি আদর্শবানদেরকে অকারনে অপসারন করা তাহলে তো কোন আদর্শবান ব্যক্তি বের হবেনা ফলে সারা দেশে অন্যায় তো বন্ধ হবেনা বরং তা ব্যাঙ্গের ছাতার মত বেড়েই যাবে। আমি চাই শরীফ সাহেবের বিষয়টিও যেন একটি সুন্দর সমাধান হয় সেটাই আশা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি দমন কমিশন

৯ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ