মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৮৮ আরোহী নিয়ে গ্রিসের উদ্দেশে রওয়ানা করা ইতালির একটি প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিসের কোস্টগার্ড-এর বরাত দিয়ে শুক্রবার ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়।
ইউরোফেরি অলিম্পিয়া নামের ওই প্রমোদতরীটি গ্রিসের ইগোউমেনিৎসা শহরের ব্রিনদিসি বন্দরের উদ্দেশে রওয়ানা করেছিল। শুক্রবার সকালের দিকে কর্ফু দ্বীপের কাছে সাগরে প্রমোদতরীটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোস্টগার্ড জানিয়েছে, প্রমোদতরীটিতে ২৩৭ যাত্রী এবং ৫১ জন ক্রু ছিলেন। তাদের সবাই সুরক্ষিত আছেন।
প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের পর যাত্রী ও ক্রুদের উদ্ধার করে নিকটবর্তী কর্ফু বন্দরে নেয়া হয়েছে। গ্রিসের পুলিশ জানিয়েছে, তাদের উদ্ধারকাজে অংশ নিয়েছে সব মিলিয়ে ছয়টি নৌকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।