Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আশা জাগিয়ে রাখলেন মরিস

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রিস মরিসের ব্যাটে ভর দিয়ে সিরিজে টিকে রইল দক্ষিণ আফ্রিকা। সিরিজের ৪র্থ ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডকে মাত্র ১ উইকেটে হারিয়েছে প্রটিয়ারা। আট নম্বরে ব্যাট করতে নেমে মরিসের ৩৮ বলে ৬২ রানের ক্যারিয়ার সেরা ম্যাচ জয়ী ইনিংসটি ফিকে করে দিয়েছে জো রুটের ক্যারিয়ারের অষ্টম শতকটি। কেপটাউনে আজকের সিরিজের শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। জেহানসবার্গে টস জিতে ফিল্ডিং বেছে নেন এবি ডি ভিলিয়ার্স। অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করে দলীয় ১০৮ রানেই ইংলিশদের ৬-ছয়টি উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। কিন্তু এক প্রান্ত আকড়ে ধরে মরগান বাহিনীর আশার প্রতীক হয়ে থাকেন জো রুট। দলীয় ২০৩ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৪ বলের মোকাবেলায় ১০ চার ও ১ ছয়ে ১০৯ রান করেন তিনি। এরপরও অল আউট হওয়ার আগে ইংলিশরা যে ২৬২ রানের লড়াকু ইনিংস গড়ে তা মূলত ক্রিস ওকস (৩৩) ও আদিল রশিদের (২৬ বলে ৩৯) কল্যানে। রাবাদা ৪টি ও ইমরান তাহির নেন ৩টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২ রানেই হাশিম আমলাকে হারায় স্বাগতিকরা। ডি কক (২৭) ও ডু প্লেসিসের (৩৪) ৬১ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দিলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফ্রিকানরা। একে একে ফিরে যান ডি ভিলিয়ার্স (৩৬), ডুমিনি (৩১), বেহার্ডিন (৩৮) ওয়াইজ (২০)। ৮ উইকেটে ২১০ থেকে দলকে উদ্ধার করেন অলরাইন্ডার ক্রিস মরিস। নবম ব্যাটসম্যান হিসেবে যখন তিনি আউট হন দু’দলের ইনিংসে তখন সমতা। বাকি কাজটি ইমরান তাহির সারেন বাউন্ডারি হাকিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশা জাগিয়ে রাখলেন মরিস

১৪ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ