Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর তালিকায় আরো একজন

নমুনা পরীক্ষা ক্রমশ তলানীতে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৩ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির উন্নতি হলেও মৃত্যুর মিছিল থামছে না। সমগ্র দক্ষিণাঞ্চলেই নমুনা পরিক্ষার সংখ্যা এখন তলানীতে। গত ৪৮ ঘন্টায় এ অঞ্চলের ৬ জেলায় মাত্র ৯৫৩ জনের নমুনা পরিক্ষায় ১৫২ জনের দেহে করেনা পাজিটিভ শনাক্ত হয়েছে। দুদিনের গড় শনাক্তের হার ছিল ১৮.১৭%। বুধবার ঝালকাঠীতে ১ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলায় সর্বোচ্চ সংক্রমন শনাক্তের মধ্যে মৃত্যুর সংখ্যা ৭০ জনে উন্নীত হল। জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ৫৩১ জনে দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে মোট সংক্রমন সংখ্যা দাড়াল ৫২ হাজার ১৩৬ জনে। মৃত্যু হয়েছে ৬৮৮ জনের। আর চলতি মাসের প্রথম ১৭ দিনেই শনাক্তের সংখ্যা ৩ হাজার ৪৬৬ জনে উন্নীত হল। মৃত্যু হয়েছে ৬ জনের। অথচ গত মাসের ৩১ দিন দক্ষিণাঞ্চলে ৩ হাজার ৭০ জন করোনা সংক্রমনের শিকার হলেও মারা গেছেন দু কজন। ডিসেম্বরে শনাক্তের সংখ্যা ছিল মাত্র ৩২।
বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৪২৬ জনের নমুনা পরিক্ষায় ৬৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৬.২০%। যা বৃহস্পতিবার সকালে ১৫.৭৫%-এ হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার ৫২৭ জনের নমুনা পরিক্ষায় ৮৩ জনের করেনা পজিটিভ শনাক্ত হয়। তবে দক্ষিণাঞ্চলের ৬ জেলার মধ্যে গত দুদিনেও সর্বোচ্চ সংক্রমন শনাক্ত হয়েছে বরিশাল মহানগরীতেই। এ দুদিনে মহানগরীতে ৩০ জন সহ বরিশাল জেলায় সংক্রমন সংখ্যা ছিল ৬১। এ নিয়ে জেলাটিতে ২১ হাজার ৪৩ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হল। যার মধ্যে মহানগরীতেই শনাক্তের সংখ্যা সাড়ে ১২ হাজারেরও বেশী। বরিশালে করোনা সংক্রমনে এ পর্যন্ত মৃত ২৩৪ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন ১০৬ জন।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের ভোলাতে গত ৪৮ ঘন্টায় ১৮০ জনের নমুনা পরিক্ষায় ১৬ জনের দেহে করেনা সংক্রমন শনাক্ত হয়েছে। এ দ্বীপ জেলাটিতে এপর্যন্ত ৭ হাজার ৭৯০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতেও গত ৪৮ ঘন্টায় ১৪৬ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে শনাক্ত ৬ হাজার ৯৮৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১১০জন।
পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় মাত্র ৮১ জনের নমুনা পরিক্ষায় ১৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে জেলাটিতে গত দুদিন গড় শনাক্তের হার ছিল ২০.৯৯%। জেলাটিতে এপর্যন্ত ৬ হাজার ২৬৮ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
বরগুনাতেও গত ৪৮ ঘন্টায় ৮৯ জনের নমুনা পরিক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারও এ জেলাটিতে শনাক্তের হার ছিল ২০.৪১%। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের এ জেলাটিতে ইতোমধ্যে ৪ হাজার ৫১৫ জন আক্রান্তের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৩৩৮ জন সহ এপর্যন্ত ৪৭ হাজার ৮০৯ জন সুস্থ হয়ে উঠেছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ