Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১১৭ কোটি টাকা দিয়ে মামলা থেকে মুক্তি অ্যান্ড্রুর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৪ পিএম

বিপুল অঙ্কের অর্থ দিয়ে যৌন হেনস্থার মামলা আদালতের বাইরে মিটিয়ে নিলেন ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু। রাজপরিবার সূত্রের খবর, যুবরাজ চার্লস এবং পরিবারের অন্য সদস্যদের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ড্রু।

আমেরিকার এক আদালতে অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ এনে মামলা করেছিলেন ভার্জিনিয়া জিওফ্রে নামে এক মহিলা। রাজকুমারের কাছ থেকে এক কোটি পাউন্ডের (বাংলাদেশী মুদ্রায় প্রায় একশো সতের কোটি টাকা) বিনিময়ে সেই মামলা তুলে নিতে সম্মত হয়েছেন ভার্জিনিয়া। তার আইনজীবী জানিয়েছেন, প্রতিশ্রুত অর্থ হাতে পেলেই তারা আদালতে মামলা খারিজ করে দেবেন।

তা ছাড়া, আরও বেশ কিছু অর্থ একটি আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থাকে ‘অনুদান’ দেবেন অ্যান্ড্রু। যৌন হেনস্থার শিকার যে সব নাবালিকা, তাদের সাহায্যার্থে সেই স্বেচ্ছাসেবী সংস্থাটি শুরু করেছেন ভার্জিনিয়া। রানির কাছ থেকে বছরে আড়াই লক্ষ পাউন্ড (আড়াই কোটি টাকা) ‘বৃত্তি’ পান প্রিন্স অ্যান্ড্রু।

এ বছর রানি দ্বিতীয় এলিজ়াবেথের শাসনকালের প্ল্যাটিনাম জুবিলি, অর্থাৎ ৭০ বছর পূর্তি উৎসব। উৎসবের এই আবহে ছায়া ফেলছিল অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাকে হেনস্থার অভিযোগ। মৃত আমেরিকান ধনকুবের জেফ্রি এপস্টাইনের মাধ্যমে ভার্জিনিয়ার সঙ্গে আলাপ হয়েছিল অ্যান্ড্রুর। ভার্জিনিয়া তখন নাবালিকা।

তিনি অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলা করার সময়ে আদালতে দাবি করেন, তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ব্রিটিশ রাজকুমার। অ্যান্ড্রু অবশ্য সব সময়েই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। ভার্জিনিয়ার আইনজীবী জানিয়েছেন, ‘ক্ষতিপূরণ’ দিলেও তার মক্কেলের কাছে কোনও অনুতাপ প্রকাশ করেননি অ্যান্ড্রু। সূত্র: সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যান্ড্রুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ