Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মহিলা কাবাডির সেমিফাইনাল আজ

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার গৌহাটি (ভারত) থেকে : এসএ গেমস মহিলা কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জপদক আগেই নিশ্চিত হয়েছে সেমিফাইনালে ওঠায়। তবে লাল-সবুজদের স্বপ্ন রৌপ্যপদক ধরে রাখা। সে লক্ষ্যেই আজ আবার শ্রীলংকার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। গ্রæপ পর্বে অবশ্য এই শ্রীলংকার কাছে হারলেও পাকিস্তান ও নেপালকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় জাতীয় মহিলা কাবাডি দল। গতকাল গৌহাটির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের জিমন্যাশিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় নেপালকে ২৪-১৭ পয়েন্টে হারান শাহনাজ পারভীন মালেকারা। প্রথমার্ধে ১৭-৮ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ মহিলা কাবাডি দল। তবে দ্বিতীয় খেলায় স্বাগতিক ভারতের কাছে ০০-০ পয়েন্টে হেরেও সেমিফাইনালে ওঠেন শাহনাজ পারভীন মালেকারা। অন্যদিকে সকালে বাংলাদেশ পুরুষ কাবাডি দল ১৭-৩০ পয়েন্টে স্বাগতিক ভারতের কাছে হেরেছে। শ্রীলংকা ও পাকিস্তানের পর এটি তাদের টানা তৃতীয় হার। তবে বিকেলে নেপালের সঙ্গে বাংলাদেশ দল ২৮-১০ পয়েন্টে জিতে ব্রোঞ্জ নিশ্চিত করেছে। তারপরও আজ সেমিফাইনার ফের ভারতের সঙ্গে মোকাবেলা করবে পুরুষ কাবাডি দল। কাবাডি ডিসিপ্লিনে তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারী দল দু’টিই ব্রোঞ্জপদক জিতে থাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিলা কাবাডির সেমিফাইনাল আজ

১৪ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ