Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনৈতিক স্ক্যান্ডালে হৃদয় ভেঙে যায় : প্রেসিডেন্ট পার্ক

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলমান রাজনৈতিক সংকট এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতির মন্দতম সময়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে হৃদয় ভেঙে যায় বলে মন্তব্য করেছেন দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। গতকাল শুক্রবার রাজনৈতিক স্ক্যান্ডালে জড়ানো নিয়ে কৈফিয়ত দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক স্ক্যান্ডালের কারণে তার ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে। তাকে কৈফিয়ৎ করার সময় তিনি অশ্রুপূর্ণ হয়ে পড়েন এবং বলেন তদন্তের জন্য প্রসিকিউটরের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্যবসা প্রতিষ্ঠা খোলার শামিল হয়েছে। প্রসিডেন্ট পার্ক সরকারের বিরুদ্ধে অভিযোগ দেখানো হয়েছে যে,  একজন পুরনো বন্ধু তার এক্সেস ব্যবহার করে  রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করেছে এবং তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে’কে ঘিরে চলমান রাজনৈতিক সংকট সে দেশের অর্থনীতির বিপদ ঘনীভূত করবে এবং সংকটাপন্ন অর্থনীতি উদ্ধারের প্রক্রিয়া এ বিপর্যয়ের ফলে আরো পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনৈতিক স্ক্যান্ডালে হৃদয় ভেঙে যায় : প্রেসিডেন্ট পার্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ