Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রধান বরখাস্ত

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মহাসচিবের মুখপাত্র জানান, বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মীদের অভিযোগের ভিত্তিতে কেনিয়ার লেফটেন্যান্ট জেনারেল জনসন মগোয়া কিমানি অন্দাইকিকে অপসারণ করা হয়। ত্রাণ কর্মীদের অভিযোগ, সরকারি সেনাবাহিনী রাজধানী জুবার একটি আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রে বিদ্রোহীদের অবস্থান সন্দেহে হামলা চালালে শান্তিরক্ষী বাহিনী কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। এর ফলে ঐ স্থানে তিনদিন যুদ্ধ চলে এবং এতে এক বিদেশি সাংবাদিকসহ ৭৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ধর্ষণের শিকার হন কয়েকজন ত্রাণকর্মী। ত্রাণকর্মীরা জানান, শান্তিরক্ষীরা সময়মত তৎপর হলে এসব কিছুই ঘটতো না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রধান বরখাস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ