Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে বিরোধী দলের দুই নেতা আটক

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে কুর্দি সমর্থিত বিরোধী দল এইচডিপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী তদন্তের অংশ হিসেবে এইচডিপি নেতা সেলাহাত্তিন দেমিরতাস ও ফিজেন ইয়কসেকদাগকে আটক করা হয়েছে। এছাড়া দলের আরো নয় এমপিকেও আটক করা হয়েছে। এদিকে এইচডিপি নেতাদের আটকের পর টুইটার, ফেসবুক, ইউটিউব ও হোয়াটস অ্যাপ বন্ধ করে দিয়েছে এরদোগান সরকার। পুলিশ গতকাল শুক্রবার আঙ্কারায় এইচডিপির কার্যালয়ে অভিযান চালায়। সেখান থেকে দলের কয়েকজন নেতাকে আটক করা হয়। বিদেশে অবস্থানরত এইচডিপির আরেক নেতা এরতুগ্রুল কারচু বিবিসিকে বলেছেন, তার দলের যেসব নেতাকে আটক করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে বিরোধী দলের দুই নেতা আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ