Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিরিন হোল্ডিংস মিয়ানমার ছাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা দখলের পরই দেশটিতে ব্যাপক বিশৃংখলা দেখা দেয়। সমস্যা সমাধানের কোনো পথ না দেখে একের পর এক বিদেশি কোম্পানি মিয়ানমার থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিচ্ছে। এবার সেই দলে যোগ দিয়েছে জাপানের পানীয় কোম্পানি কিরিন হোল্ডিংস। স্থানীয় সময় সোমবার কোম্পানিটি মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয় তারা। কিরিনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ইয়োশিনোরি ইসোজাকি বলেন, বিয়ারের ব্র্যান্ডটি এখনো মিয়ানমারের বাজারে শক্তিশালী অবস্থানে রয়েছে। তারপরেও পরিস্থিতি বিবেচনায় কোম্পানি এ সিদ্ধান্ত নিয়েছে। কিরিন এক বিবৃতিতে জানায়, মিয়ানমার ছাড়ার ক্ষেত্রে স্থানীয় কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি মানবাধিকার নীতি অনুযায়ী সব অংশীদারদের যথাযথভাবে বিবেচনা করা হবে। কিরিন হোল্ডিংস মিয়ানমারে সামরিক মালিকানাধীন মায়ানমা ইকোনমিক হোল্ডিংস (এমইএইচএল )-এর সঙ্গে যৌথভাবে কাজ করে করেছিল। দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ও সমস্যা সমাধানের কোনো পথ না দেখে দীর্ঘ দিন উদ্বিগ্ন ছিল জাপানি এ কোম্পানিটি। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই এমইএইচএল’র সঙ্গে তাদের অংশীদারিত্ব শেষ করতে চেষ্টা করছিল কিরিন। এর আগে জানুয়ারিতে বিশ্বের জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান টোটাল-শেভরন-শেল মিয়ানমার ছাড়ার ঘোষণা দেয়। মিয়ানমারের সামরিক সরকারের অব্যাহত মানবাধিকার লংঘনের কারণে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের শেভরন দেশটিতে তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। নিক্কেই এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিরিন হোল্ডিংস

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ