Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাব ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে, দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৭ পিএম

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মাঝেই বড় ধাক্কা কংগ্রেসে। ৪৫ বছরের পার্টি সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার এবার ছাড়লেন হাতশিবিরের হাত। পাঞ্জাব থেকে তিনবার রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়া অশ্বিনী কুমার এদিন তার পদত্যাগ পত্র কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধীকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থার প্রকাশ করা পদত্যাগ পত্রে ডঃ কুমার পার্টি হেড সোনিয়া গান্ধীকে লিখেছেন, 'অনেক ভাবনা চিন্তার পর আমি সিদ্ধান্তে এসেছি। বর্তমান পরিস্থিতিতে আমি আমার আত্মসম্মান বজায় রেখে দলের বাইরে থেকেই আমি দেশসেবার কাজ করতে পারব। তাই আমি দল ছাড়ছি।' কংগ্রেসের তরফ থেকে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের ইস্তফা নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া আসেনি।

জননেতা না হলেও অশ্বিনী কুমার কংগ্রেসের তাত্ত্বিক নেতাদের মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ। ৪৬ বছর ধরে তিনি যুক্ত ছিলেন হাত শিবিরের সঙ্গে। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন অশ্বিনী। বেশ কিছুদিন ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসাবেও কাজ করেছেন। কিন্তু মঙ্গলবার দলের সঙ্গে ৪৬ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা।

অশ্বিনীর দলত্যাগের ফলে কংগ্রেসের সবচেয়ে ক্ষতি হল আইনি সহায়তার ক্ষেত্রে। দীর্ঘদিন তিনি হাত শিবিরের ‘বিচার বিভাগ’, অর্থাৎ লিগ্যাল সেলের প্রধান ছিলেন। ভোপাল গ্যাস দুর্ঘটনা-সহ বহু মামলায় কংগ্রেসের হয়ে আদালতে সওয়াল করেছেন তিনি। তাছাড়া পাঞ্জাব নির্বাচনের ঠিক আগে আগে অশ্বিনীর দলত্যাগ কিছুটা হলেও প্রভাব ফেলবে। প্রসঙ্গত, ২০১৯ নির্বাচনের পর থেকে দেশে কংগ্রেসের রক্তক্ষয় অব্যাহত। এর আগে জিতিন প্রসদা, আরপিএন সিংয়ের মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা কংগ্রেস ছেড়েছেন। এবার দল ছাড়লেন অশ্বিনীও। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রেস

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ