নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার গৌহাটি (ভারত) থেকে : গৌহাটি-শিলং এসএ গেমস শুটিংয়ে গেল দু’দিন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতলেও গতকাল হতাশ করেছেন বাংলাদেশের শুটাররা। এদিন কাহিলিপাড়া শুটিং রেঞ্জ থেকে কোন সুখবর দিতে পারেননি তারা। মেয়েদের ৫০ মিটার দলগত রাইফেল থ্রি পজিশনে চার দলের মধ্যে চতুর্থ হয়েছেন বাংলাদেশের মহিলা শুটাররা। উম্মে সুলতানা জাকিয়া, সুরাইয়া আক্তার ও নাফিসা তাবসসুমের দল ১৬৫৪ স্কোর গড়ে চতুর্থ হন। এই ইভেন্টে স্বাগতিক ভারত ১৭২৬ স্কোরে স্বর্ণ, ১৬৮৬ স্কোরে শ্রীলংকা রুপা ও ১৬৫৬ স্কোরে ব্রোঞ্জপদক জেতে পাকিস্তান। মহিলাদের দলীয় ২৫ মিটার পিস্তলে ১৫৪৭ স্কোর করে চতুর্থ হয়েছে বাংলাদেশ। আরদিনা ফেরদৌস ৫২৬, সিনথিয়া নাজনিন ৫১৭ এবং অন্তরা ইসলাম ৫০৪ স্কোর করেন।
মহিলাদের ব্যক্তিগত ৫০ মিটার রাইফেল পজিশনেও একই হাল লাল সবুজের মেয়েদের। সুরাইয়া আক্তার ৩৭৭.৬ স্কোরে সপ্তম এবং উম্মে সুলতানা জাকিয়া ৩৭৩.৩ স্কোরে আটজনের মধ্যে অষ্টম হন। অবশ্য এই ইভেন্টে তিনটি পদকই গেছে স্বাগতিক শুটারদের ঘরে। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার পিস্তলে ১৬৫৫ স্কোর করে বড় হতাশার জন্ম দিয়েছেন একক ইভেন্টে স্বর্ণপদক জেতা শাকিলরা। পাঁচ দেশের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ। লাল সবুজদের আনোয়ার হোসেন ৫৬০, সাব্বির আল আমিন ৫৪৮ এবং শাকিল ৫৪৭ স্কোর করেন। এই ইভেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা যথাক্রমে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জিতেছে। তবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘১০ মিটার এয়ার পিস্তলে এককের মতো দলীয় বিভাগেও আমাদের বাজির ঘোড়া ছিলেন শাকিল আহমেদ। কিন্তু আজ (গতকাল) সকাল থেকেই বমি করছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শাকিল বলেন, ‘সকাল থেকেই হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। খুব খারাপ লাগছিল। তাই নিজের সেরাটা খেলতে পারিনি। ফলে পদকও জেতা হয়নি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।