Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাম্বাসেডর সেতু অবরোধমুক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত কানাডার ট্রাক চালকরা উত্তর আমেরিকার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্য রুট ছয় দিন অবরোধ করে রাখার পর তা ফের গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি। রোববার রাতে কানাডার পুলিশ অবরোধ সরিয়ে দেওয়ার পর ওই সীমান্ত ক্রসিংটি দিয়ে ফের যান চলাচল শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আদালতের একটি আদেশের পর অন্টারিও প্রদেশের উইন্ডসরের অ্যাম্বাসেডর সেতুতে অভিযান চালায় পুলিশ। তারা সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে ও সেতু দখল করে রাখা আন্দোলনকারীদের ও তাদের গাড়িগুলো সরিয়ে দেয়। এই অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের গাড়ি উৎপাদনকারীদের সরবরাহ চেইন বন্ধ হতে বসেছিল। পরিস্থিতির চাপে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানিসহ জেনারেল মোটরর্স কোম্পানি ও টয়োটা মোটর কর্পোরেশন তাদের উৎপাদন হ্রাস করতে বাধ্য হয়েছিল। এই সেতু দিয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রায় ৩৬ কোটি ডলারের পণ্য পরিবাহিত হয়, যা দুই দেশের মোট বাণিজ্যের ২৫ শতাংশ। ঘটনাস্থল থেকে ২০-৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উইন্ডসরের পুলিশ জানিয়েছে। সেখান থেকে বেশ কয়েকটি গাড়িও জব্দ করেছে পুলিশ। শনিবার অবরোধস্থলে শ’খানেক আন্দোলনকারী উপস্থিত থাকলেও রোববার তা কমে প্রায় ৪৫ জনে নেমে আসে। এরপর বাস, সাঁজোয়া যানসহ ৫০টিরও বেশি গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায় পুলিশ। ‘অবৈধ তৎপরতার’ ক্ষেত্রে কোনো ধরনের ছাড়া দেওয়া হবে না বলে উইন্ডসর পুলিশ জানিয়েছে। আন্দোলনকারীরা কানাডার রাজধানী অটোয়ার কেন্দ্রস্থলে ১৭ দিন ধরে অবস্থান ধর্মঘট করে আসছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাম্বাসেডর সেতু অবরোধমুক্ত

১৫ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ