Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারীরা হিজাব পরেন না বলেই ভারতে ধর্ষণ বেশি : জমির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ভারতের কর্ণাটকে চলমান হিজাব-বিতর্কের মধ্যেই পরিস্থিতি যেন আরও উসকে দিল রাজ্যে কংগ্রেস বিধায়ক জমির আহমেদের মন্তব্য। তিনি বলেন, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি, কারণ বেশির ভাগ নারী হিজাব পরেন না। সংবাদমাধ্যম বার্তা সংস্থা এএনআইকে রোববার জমির আহমেদ বলেন, ‘ইসলামে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।’ কংগ্রেস নেতা জমির আহমেদ আরও বলেন, ‘ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক নারীই হিজাব পরেন না।’ কংগ্রেস বিধায়ক জমির আরও বলেন, ‘হিজাব পরা বাধ্যতামূলক নয়। যাঁরা নিজেদের রক্ষা করতে চান, তারা হিজাব পরেন। যে নারী নিজের সৌন্দর্য দেখাতে চান না, তিনি হিজাব পরেন। এটা আজকের নয়, বহু পুরোনো রীতি।’ কর্ণাটকে উদুপি-তে মুসলিম ছাত্রীরা হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন না- এমন নোটিশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কর্ণাটকের স্কুল-কলেজের সে আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপি’র সরকারি কলেজে ছয় ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীরা হিজাব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ