Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারসাম্যপূর্ণ দলে অস্থা সৌম্য’র

ভারসাম্যপূর্ণ দলে অস্থা সৌম্য’র

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভারসাম্যপূর্ণ দলে অস্থা সৌম্য’রবিশেষ সংবাদদাতা : এক সময়ে ছিলেন বাংলাদেশ দলের কোচ। ২০১২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ দলকে রানার্স আপ করার কারিগর অস্ট্রেলিয়ার কোচ স্টুয়ার্ট ল’ সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিশেষজ্ঞ কোচ হিসেবে বাংলাদেশ যুব দলকে সেরা চার এ উঠিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তকে আত্মবিশ্বাসী করে তোলা এই অস্ট্রেলিয়ান এবার বিপিএলএ খুলনা টাইটান্সের কোচ। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ফ্লাড লাইটের আলোয় নিজেদের প্রথম ম্যাচে অবতীর্ণ খুলনা টাইটান্সকে একটি পরিবারের মতো গড়ে তোলাই তার প্রাথমিক লক্ষÑআমার স্ট্র্যাটেজি খুবই সাধারণ। একটি পরিবার হতে চাই। আমরা যেন বিনোদনের সঙ্গে ক্রিকেট খেলি, এটা চায় মালিকপক্ষ। খেলাটিকে যতটা উপভোগ করব, ততটা ভালো ক্রিকেট খেলব। সেটাই আমাদের স্ট্র্যাটেজি।’
কেভন কুপার, ফ্লেচার, বেনি হাওয়েল, জুনায়েদ খান, মোহাম্মদ আসগর, নিকোলান পুরান, লেন্ডন সিমন্স, রিকি ওয়ালেসদের মতো বিদেশি আছে দলটিতে। দলটির অধিনায়ক মাহামুদুল্লাহকে নিয়েও স্বপ্ন দেখছে দলটি। তবে মজিদ, হালিম, নাইম ইসলাম জুনিয়র, তাইবুর পারভেজের মতো তরুণদের দিকেই তাকিয়ে স্টুয়ার্ট ল’Ñআমাদের দল সুপারস্টারে পূর্ণ নয়। তবে ভবিষ্যতের সুপার স্টার আছে আমাদের দলে। গত দেড়-দুই সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছি আমরা। আগ্রাসী, ইতিবাচক, আকর্ষণীয় ক্রিকেট খেলতে চাই।’
প্রতিপক্ষ রংপুর রাইডার্সের ভরসা ভারসাম্যপূর্ণ দল। তাতেই দারুণ কিছুর স্বপ্ন দেখছে দলটির আইকন সৌম্য সরকারÑ‘ আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ, এটাই আমাদের শক্তির জায়গা। ব্যাটিংয়ের দিকটা ভালো, পাশাপাশি বোলিংও আমাদের ভালো।’ বাবর আজম এবং শারজিল খানকে পায়নি রংপুর রাইডার্স। তবে আফ্রিদির সঙ্গে ওপেন করতে নামার আগে অন্য এক রোমাঞ্চ অনুভব করছেন সৌম্য। আসরের প্রথম ম্যাচকে তাই দিচ্ছেন গুরুত্ব সৌম্যÑ ‘প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, নিজের এবং দলের জন্য। প্রথম ম্যাচটা যদি আমরা জিতে থাকতে পারি তাহলে পরের ম্যাচে আত্মবিশ্বাসটা বাড়বে। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারসাম্যপূর্ণ দলে অস্থা সৌম্য’র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ